অসুখের কাছে হার মানলেন বুদ্ধদেব, এবারও হল না দেখা

যাদবপুর: অশক্ত শরীর৷ তবুও জেদ করে ছুটি গিয়েছিলেন ব্রিগেডে৷ তবে, আক্সিজেনের অভাবে উঠতে পারেননি মঞ্চে৷ তবুও, তাঁর উপস্থিতি লাল ব্রিগেডে এনে দিয়েছিল বাড়তি আবেগ৷ জুগিয়েছিল অক্সিজেন৷ বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতেই ধ্বনিত হয়েছিল, ‘লাল সালাম কমরেড৷’ সেই শেষ দেখা৷ এবার, শেষ দফার ভোটেও তিনি আসতে পারেন বলে প্রাথমিক ভাবে ঠিক হলেও পরে, বাধ সাধল অসুস্থ৷ অসুস্থতার কাছে

অসুখের কাছে হার মানলেন বুদ্ধদেব, এবারও হল না দেখা

যাদবপুর: অশক্ত শরীর৷ তবুও জেদ করে ছুটি গিয়েছিলেন ব্রিগেডে৷ তবে, আক্সিজেনের অভাবে উঠতে পারেননি মঞ্চে৷ তবুও, তাঁর উপস্থিতি লাল ব্রিগেডে এনে দিয়েছিল বাড়তি আবেগ৷ জুগিয়েছিল অক্সিজেন৷ বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতেই ধ্বনিত হয়েছিল, ‘লাল সালাম কমরেড৷’ সেই শেষ দেখা৷ এবার, শেষ দফার ভোটেও তিনি আসতে পারেন বলে প্রাথমিক ভাবে ঠিক হলেও পরে, বাধ সাধল অসুস্থ৷ অসুস্থতার কাছে ফের একবার পরাজয় শিকার করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷

কথা ছিল, তিনি আজ শেষ দফার ভোটের লাইনে দাঁড়িয়ে জানাবেন নিজের গণতান্ত্রিক অধিকার৷ সেই মতো আশায় বুক বেধেছিলেন কর্মীরা৷ ছিলেন অপেক্ষায়৷ কিন্তু, সেই অপেক্ষার আরও দীর্ঘ করালেন ভট্টাচার্য৷ আজ, বুদ্ধবাবুকে বাড়িতে রেখেই ভোট দিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরাদেবী ও তাঁর মেয়ে৷ আক্ষেপের সুরে মীরাদেবী জানিয়ে দিলেন, ‘‘না, আসতে পারলেন না…’’ এই প্রথম তিনি ভোট দেওয়া থেকে নিজেকে বিরত রাখলেন৷ আজ দক্ষিণ কলকাতায় পাঠভবনে তাঁর ভোট দিতে আসার কথা ছিল৷ কিন্তু, শেষ মুহূর্তের অসুস্থার কারণে তা বাতিল করার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *