ছোট্ট ফ্ল্যাট, সাদা ধুতি আর পাঞ্জাবী! কতটা ‘সাধারণ’ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব?

Buddhadeb Bhattacharjee Simple Life পাম আভিনিউয়ের ছোট্ট দু-কামরার ফ্ল্যাট। সাদা অ্যাম্বাসাডর গাড়ি। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েও বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন ছিল অত্যন্ত সহজ-সরল। বিলাসিতার লেশ মাত্র ছিল…

Buddhadeb Bhattacharjee Simple Life

Buddhadeb Bhattacharjee Simple Life

পাম আভিনিউয়ের ছোট্ট দু-কামরার ফ্ল্যাট। সাদা অ্যাম্বাসাডর গাড়ি। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েও বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন ছিল অত্যন্ত সহজ-সরল। বিলাসিতার লেশ মাত্র ছিল না তাঁর জীবনযাপনে। একতলার স্যাঁতস্যাঁতে ঘরেই গোটা জীবন কাটিয়ে দিলেন…

Buddhadeb Bhattacharjee’s modest living as former CM

বর্তমান নেতাদের অনেকের বিরুদ্ধেই ক্ষমতা আঁকড়ে রাখার অভিযোগ ওঠে৷ খব্রে উঠে আসে তাঁদের বিপুল সম্পত্তি, বাড়ি-গাড়ি প্রতিপত্তির কথা। সেখানে ব্যতিক্রমী রাজনৈতিক চরিত্র বুদ্ধদেব ভট্টাচার্য। ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন। অথচ,পাম আভিনিউয়ের ছোট্ট ফ্লাটেই কাটিয়ে দিলেন গোটা জীবন।

Buddhadeb Bhattacharjee

চাকচিক্যহীন জীবনেই বিশ্বাস করতেন প্রয়াত মুখ্যমন্ত্রী। তাই তাঁর ঘর, জীবনযাপনেও তার ছাপ দেখা যেত। দু কামরার ছোট্ট ফ্লাটের যে ঘরে থাকতেন বুদ্ধদেব, সেটির মেঝে ছিল স্যাঁতস্যাঁতে৷ ঘরটিও মাপে ছোট। চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন, সিওপিডি-র সমস্যা থাকায় ওই স্যাঁতস্যাঁতে ঘর তাঁর জন্য ঠিক নয়৷ কিন্তু, সেই পরামর্শ কানে তোলেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী থাকাকালীনও নিরাপত্তার কথা ভেবে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। শোনা যায় রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও তাঁকে অন্যত্র থাকার কথা বলেছিলেন কিন্তু, তিনি রাজি হননি।

West Bengal politics

এই এক চিলতে ঘরে কীভাবে দিন কাটত তাঁর? জানলে অনেকেই অবাক হবেন।  বই পড়তে ভালবাসতেন বুদ্ধদেব ভট্টাচার্য। লেখালেখিও করতেন। তাই বইয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতেন। তাঁর ঘরের আলমারি জুড়ে শুধু থাক থাক বই। দেওয়ালে কার্ল মার্কস, লেলিনের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাকা সুকান্ত ভট্টাচার্যর ছবিও রয়েছে। এছাড়াও ঘরে রয়েছে একটা ছোট টিভি আর রেডিও.. এই গুলোই সঙ্গী ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের।

Buddhadeb Bhattacharjee Palm Avenue flat

আজীবন, সাদা ধুতি-পাঞ্জাবি পরে রাজনীতি করেছেন। দুধ সাদা অ্যাম্বাসাডর ছিল তাঁর সর্বক্ষণের সঙ্গী। মুখ্যমন্ত্রী থাকাকালীন এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতেন, এই গাড়ি নিয়ে। আলিমুদ্দিন থেকে মহাকরণ, সঙ্গী ছিল এই অ্যাম্বাসাডর। প্রচার বিমুখ মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজীবন নিজের সেই নীতি বজায় রেখেছেন৷ বুদ্ধদেব তাই ছিলেন বরাবরের ব্যতিক্রমী একটি চরিত্র৷

Buddhadeb Bhattacharjee lifestyle

মুখ্যমন্ত্রী হওয়ার আগে বা পরে কখনও মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ওঠে নি। তাঁর সাদা পোশাকে দুর্নীতির ছিটেফোঁটাও লাগাতে পারে নি কেউ। বরাবর সৌজন্য দেখিয়েছেন। ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও রাজ ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ রাজনীতি থেকে দূরে থাকলেও দলের প্রয়োজনে সাড়া দিয়েছেন।

Buddhadeb Bhattacharjee: A Life of Simplicity

তাঁর রাজনৈতিক জীবন যেমন চর্চিত ছিল, তেমনই ছিল বিতর্কের। ক্ষ্মতায় থাকাকালীন কখনও তিনি জনপ্রিয় হয়েছেন আবার কখনও পেয়েছেন জনবিরোধী তকমা। তবুও এরাজ্যের রাজনৈতিক ইতিহাস বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে রাখবে একজন ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই।

 

আরও পড়ুন-

শিল্প, বিপ্লব ও বিতর্ক! কেমন ছিল ‘ব্র্যান্ড’ বুদ্ধ’র রাজনৈতিক জীবন?

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে শুরু হয়েছিল বামেদের রক্তক্ষরণ

একা দাঁড়িয়ে বুদ্ধদেবের সেই সাদা অ্যাম্বাসাডর, চোখে জল ‘সারথি’র

দু’কামরার ফ্ল্যাট থেকে শেষবারের মতো বেরলোন বুদ্ধদেব, বাইরে অনুরাগীর ঢল

 

Politics: Buddhadeb Bhattacharjee, former West Bengal CM, lived a simple life in a small Palm Avenue flat. Known for his integrity and modesty, he avoided luxury and upheld political ethics. Discover the unique journey of this exceptional leader.