২৩ মে’র পর ভেস্তে যাবে ‘বুয়া-বাবুয়া’র বন্ধুত্ব: মোদি

এটা (উত্তরপ্রদেশ): ‘ফেক’-এর পাল্টা ‘ফারজি’। সপা-বসপা বন্ধুত্ব নিয়ে প্রচার মঞ্চ থেকে মায়া-মুলায়মকে এভাবেই একযোগে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, জাতীয় স্বার্থের থেকে ভোটব্যাঙ্কের রাজনীতিই কংগ্রেস বেশি করে বলেও গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন তিনি। শনিবার উত্তরপ্রদেশ এটা এবং বিহারের আরারিয়ায় দু’টি জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে কংগ্রেস, সপা ও বসপাকে একযোগে নিশানা করেন তিনি। বলেন,

২৩ মে’র পর ভেস্তে যাবে ‘বুয়া-বাবুয়া’র বন্ধুত্ব: মোদি

এটা (উত্তরপ্রদেশ): ‘ফেক’-এর পাল্টা ‘ফারজি’। সপা-বসপা বন্ধুত্ব নিয়ে প্রচার মঞ্চ থেকে মায়া-মুলায়মকে এভাবেই একযোগে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, জাতীয় স্বার্থের থেকে ভোটব্যাঙ্কের রাজনীতিই কংগ্রেস বেশি করে বলেও গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন তিনি।

শনিবার উত্তরপ্রদেশ এটা এবং বিহারের আরারিয়ায় দু’টি জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে কংগ্রেস, সপা ও বসপাকে একযোগে নিশানা করেন তিনি। বলেন, ২৩ মে লোকসভা ভোটের ফল ঘোষণার দিন মায়া-মুলায়মের বন্ধুত্ব ভেঙে যাবে। ফলে আবার তাঁরা প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন। ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে জোট গড়ে লড়েছিল কংগ্রেস ও সপা।

কিন্তু, ভোটের ফল বেরতেই তাদের বন্ধুত্ব ভেঙে যায়। দুই দলের নাম না করে এদিন সেই প্রসঙ্গ তুলে ধরেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের নিশ্চয় বিধানসভা ভোটের সেই বন্ধুত্বের কথা মনে আছে। যা ফল প্রকাশের পরেই ভেঙে পড়েছিল। এবং তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + four =