উজ্জ্বলা যোজনায় কাটমানি! মমতাকে বিঁধলেন দিলীপ

কলকাতা: কাটমানি নিয়ে মমতার অভিযোগের জবাব দিলেন দিলীপ ঘোষ৷ ২১ জুলাইয়ের সমাবেশ থেকে বিজেপিকে টানা আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই প্রসঙ্গেই এবার পাল্টা হুঁশিয়ারি দিতে ছাড়েননি দিলীপ৷ বলেন, কাটমানি খাওয়া মুখ্যমন্ত্রীর পরামর্শেই শুরু করেছেন তৃণমূল নেতারা। আগে নিজের দলের নেতাদের সামলাক মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বিজেপির দিকে কাটমানি নিয়ে অাঙুল তুলবেন৷ একই সঙ্গে মমতার কালো টাকা

উজ্জ্বলা যোজনায় কাটমানি! মমতাকে বিঁধলেন দিলীপ

কলকাতা: কাটমানি নিয়ে মমতার অভিযোগের জবাব দিলেন দিলীপ ঘোষ৷ ২১ জুলাইয়ের সমাবেশ থেকে বিজেপিকে টানা আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই প্রসঙ্গেই এবার পাল্টা হুঁশিয়ারি দিতে ছাড়েননি দিলীপ৷

বলেন, কাটমানি খাওয়া মুখ্যমন্ত্রীর পরামর্শেই শুরু করেছেন তৃণমূল নেতারা। আগে নিজের দলের নেতাদের সামলাক মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বিজেপির দিকে কাটমানি নিয়ে অাঙুল তুলবেন৷ একই সঙ্গে মমতার কালো টাকা নিয়ে আন্দোলন প্রসঙ্গেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি৷ বলেন, তৃণমূলের সঙ্গে মানুষ নেই। আছে শুধু পুলিশ। আর পুলিশ দিয়ে গনতান্ত্রীক আন্দোলন হয় না৷

২১ জুলাই মঞ্চ থেকে কাটমানি কাটমানির প্রসঙ্গ তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘ভোটের নামে কত টাকা কাটমানি নিয়েছো? কাল টাকার কাটমানি ফিরিয়ে দাও৷ ১৫ লক্ষ্য টাকার কাটমানি ফিরিয়ে দাও৷ এবার বিজেপির বিরুদ্ধে আমাদের কাটমানি ফিরিয়ে দেওয়ার আন্দোলন হবে৷’’ কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের বিজেপির কেলেঙ্কারির ‘খাপ’ খোলারও নির্দেশ দেন মমতা৷ জানান, উজ্জ্বলা যোজনার নামে বিজেপির নেতারা কত কোটি টাকার কাটমানি নিয়েছে? কী ওদের খাপটা এবার খুলব? অনেক অভিযোগ এসেছে আমাদের কাছে৷ আমরা এবার তদন্ত করব৷ দেখি, কোথায় গেল কাটমানির টাকা?’’

রবিবার রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠক বিজেপির রাজ্য সভাপতি দল ভাঙা নিয়েও মমতার অভিযোগের জবাব দেন৷ বলেন, গণতান্ত্রীক পক্রিয়ায় মানুষ আমাদের দলে আসছেন৷ রাজনৈতিক থেকে অরাজনৈতিক ব্যাক্তিরাও বিজেপিতে নাম লেখাচ্ছেন। টলিউড থেকে বহু কলাকুশরিরা ইদানিং বিজেপিতে আসছেন। আমরা সবাইকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য দলে নিচ্ছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 5 =