আজ বিকেল: ভোট শুরু হতে এখনও ঢের দেরি, তার আগেই প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়ি করতে গিয়ে বিতন্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূল ও বিজেপির দুই নেতা। এ বলে আমায় দ্যাখ তো ও বলে আমায় দ্যাখ। পরিস্থিতি এতটাই গরম হয়ে ওঠে যে বিজেপি নেতার দিকে তেড়ে যান তৃণমূল নেতা। নেতাদের মধ্যে হাতাহাতির উপক্রম হতেই কর্মী সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, দুই নেতার অনুরাগীরা পরস্পরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেও সামাল দিতে হিমশিম খেয়ে যায়। সুয়োগ বুঝে প্রাণ নিয়ে সরে পড়েন অনুষ্ঠানে সঞ্চালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরের কোচবিহারে।
কোচবিহারের তৃণমূল প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিজেপির নিশীথ প্রামাণিক যিনি সদ্য তৃণমূল ছেড়েছেন। কয়েকদিন আগেই এক সংবাদ মাধ্যমের চ্যানেলের তরফে এই নেতাদের বিতর্কে অংশ নেওয়ার জন্য ডাকা হয়।সেখানেই আচমকা রবীন্তদ্রানাথবাবুর নাম না করেই তাঁকে বিঁধতে শুরু করেন একদা সতীর্থ তথা বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি বলেন আমাকে পাচারকারী বলা হচ্ছে, চোরাচালানের সঙ্গে যুক্ত বলা হচ্ছে। আর আমি যদি বলি নেতার ছেলে বিদেশে গিয়ে নারী পাচার করচেন। কতা শেষ হওয়ার আগেই তাঁর দিকে তেড়ে আসেন রবীন্দ্রনাথ ঘোষ। নিশীথবাবু ও তৃণমূল নেতার মাঝে তখন সঞ্চালিকা। মারমুখী নেতাকে প্রতিহত করতে ততক্ষণে বেশ বেগ পেতে হচ্ছে ওই মহিলাকে। ইতিমধ্যে দর্শকাসন থেকে দুতরফের কর্মী সমর্থকরা হুড়োহুড়ি শুরু করেছেন। একদল নিশীথবাবুর দিকে তেড়ে যাচ্ছেন তো আরএক দল রবীন্দ্রনাথবাবুর দিকে। পুলিশ এসেও পরিস্থিতি সামাল দিতে পারছে না।
ইতিমধ্যেই এই ভিডিওটি প্রকাশ্যে আসায় গুঞ্জন শুরু হয়েছে। ভোটের আগেই শাসক বিরোধী যুযুধান এই লড়াই যে নির্বাচনী হাওয়াকে বাড়িয়ে দিয়েছে তাতে সন্দেহ নেই