কান্দি: তিনি লেখেন কবিতা৷ আঁকেন ছবি৷ বাঁধানে গান৷ কাটেন ছড়াও৷ এবার জনসভার মঞ্চ থেকেই ছন্দ মিলিয়ে স্লোগান বাঁধলেন তৃণমূল নেত্রী৷ মুর্শিদাবাদের কান্দি থেকে মোদিকে কড়া চ্যালেজ্ঞ মমতার৷
এদিন লোকসভা ভোটের প্রচারে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে আস্ত একটা স্লোগানের জন্ম দেন মমতা৷ গোটা দেশে বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, বিরোধী নেতাদের জেলে যেতে হচ্ছে৷ এই নিয়ে মোদিকে আক্রমণ করতে গিয়ে হঠাৎ ছন্দ মিলিয়ে ছড়া কাটেন তৃণমূল সুপ্রিমো৷ বলেন, “আগে মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ানোর সময়ে গান গাইতেন, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে৷ বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। আর এখন মায়েরা ভয়ে ভয়ে গান গায়, ছেলে ঘুমলো, পাড়া জুড়ালো, মোদি এল দেশে, সব লোকেরা ভয় পায়, বাঁচব আমি কিসে?” আর এই সূত্র ধরে মমতা বলেন, “এখন সকালে ঘুম থেকে উঠলেই ভয় করে, কখন গব্বর সিং এসে যাবে।” এর পরেই আনেন ছড়া প্রসঙ্গ।
এর আগে একাধিক ছড়া বেঁধেছেন মমতা৷ “মায়েরা দেবে উলুধ্বনি, ভাইয়েরা দেবে তালি, দিল্লি থেকে বিজেপি হয়ে যাবে খালি”, “২০১৯ বিজেপি ফিনিস”, “বাংলায় ১৪২৬। বাংলা বলছে তৃণমূল ৪২-এ ৪২”, “বিজেপি ওড়িশায় জিরো, বাংলায় জিরো, কী করে হবে মোদী হিরো!”৷ এবার সেই তালিকায় যুক্ত হন মমতার নয়া ছড়া, ‘‘ছেলে ঘুমলো, পাড়া জুড়ালো, মোদী এল দেশে, সব লোকেরা ভয় পায়, বাঁচব আমি কিসে?”