আজ বিকেল: লোকসভা ভোটে কলকাতায় মাত্র দুটি আসন, কলকাতা উত্তর ও দক্ষিণ। ববি হাকিম ওই দুটি আসন বাঁচিয়ে দেখান। মাত্র একদিন আগেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে মীরজাফর বলেছিলেন ববি। এদিন কলকাতার মেয়রকে তাঁর মন্তব্যের প্রত্যুত্তোর দিলেন বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জন সিং।
এর আগে অর্জুন সিং দল ছাড়তে না ছাড়তেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অর্জুন সিংয়ের লেজ কত মোটা দেখব। ভোটে জিতে দেখাক, ভোটের পর তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না। বারাকপুরে গো হারা হারবে। দুলক্ষ ভোট পেয়ে ফের দীণেশ ত্রিবেদী ক্ষমতায় আসবেন। এরপরও অর্জুন চুপ করেই ছিলেন। এদিন আমডাঙায় বড়মায়ের মন্দিরে পুজো দিতে গেলে সাংবাদিকরা ববি হাকিমের মন্তব্যের জবাব চান, তখনই অর্জুন পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন।
দীণেশ ত্রিবেদী সম্পর্কে তাঁর প্রশ্ন ছিল, তিনি কতবার বারাকপুরে আসেন, নিজের নির্বাচনী কেন্দ্রের মানুষের ভালমন্দে কতটা পাশে দাঁড়ান। কীভাবে দেখভাল করেন। যদিও নিজের জিজ্ঞাসার কোনও উত্তর পাননি অধুনা তৃণমূলের এই সাংসদ। এদিকে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অর্জুন সিংয়ের এই মুখ খোলাকে কেন্দ্র করে বিজেপি শিবিরে রীতিমতো খুশির হাওয়া। এদিন প্রার্থীকে সঙ্গে নিয়েই জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।