রক্তাক্ত সীমান্ত, রঙের উৎসব বয়কট রাজনাথ-মমতা-কেজরির

কলকাতা ও নয়াদিল্লি: সীমান্তে জওয়ানদের মৃত্যু৷ দিনে দিনে বেড়েই চলেছে শহিদ জওয়ানদের সংখ্যা৷ সেনা কনভয়ে জঙ্গি মাহলার সেই ক্ষত এখনও দগদগে৷ ৪২ শহিদ পরিবারের চোখে এখনও শুকিয়ে যেতে পারেনি চোখের জল৷ দেশ যখন কাঁদছে, তখন তিনি কীভাবে রঙের উৎসবে গা ভাসাতে পারেন৷ পুলওয়ামার হামলার প্রতিবাদ জানিয়ে হোলি বয়ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হোলি বয়কের ঘোষণা আগেই

রক্তাক্ত সীমান্ত, রঙের উৎসব বয়কট রাজনাথ-মমতা-কেজরির

কলকাতা ও নয়াদিল্লি: সীমান্তে জওয়ানদের মৃত্যু৷ দিনে দিনে বেড়েই চলেছে শহিদ জওয়ানদের সংখ্যা৷ সেনা কনভয়ে জঙ্গি মাহলার সেই ক্ষত এখনও দগদগে৷ ৪২ শহিদ পরিবারের চোখে এখনও শুকিয়ে যেতে পারেনি চোখের জল৷ দেশ যখন কাঁদছে, তখন তিনি কীভাবে রঙের উৎসবে গা ভাসাতে পারেন৷ পুলওয়ামার হামলার প্রতিবাদ জানিয়ে হোলি বয়ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হোলি বয়কের ঘোষণা আগেই করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এদিন রাজনাথকেও হোলিতে সামলি হতে দেখা যায়নি কোনও সংবাদমাধ্যেই৷ রঙের উৎসব বয়কট দিল্লির মুখ্যমন্ত্রীও৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের শুভেচ্ছা জানালেও হোলি খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকলেন৷ টুইটারে হিন্দি ভাষায় দেশবাসীকে হোলি উপলক্ষে শুভ কামনা জানান৷ দেশবাসীর সঙ্গে সুখ-স্বাচ্ছন্দ্য ভাগ করে নেন মমতা৷ লেখেন, ‘‘আপনার আনন্দ যেন অন্য কার জীবনে দুঃখ বহন করে না আনে, তা মনে রাখবেন৷’’ একই সঙ্গে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানায় সিআরপিএফ জওয়ানদের শহিদ হওয়ার স্মৃতিতে তিনি এই বছর হোলি উৎসব পালন না করার সিদ্ধান্তের কথাও জানান তিনি৷

পুলওয়ামার হামলার প্রতিবাদ জানিয়ে জানিয়ে হোলি বয়কট করলেও এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানান রাজনাথ৷ ‘হোলির রঙ জীবনে সমৃদ্ধি আনুক৷’ টুইটারে লেখেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ কনভয়ে ত্মঘাতী জইশ জঙ্গি হামলায় ৪২ জন জওয়ান প্রাণ হারান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =