যাদবপুরকণ্ডে থানায় অভিযোগ বিজেপি-এসএফআইয়ের

কলকাতা: যাদবপুরকণ্ডে প্রতিবাদ জানিয়ে এবার থানায় অভিযোগ দায়ের বিজেপি ও বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের৷ বাবুল সুপ্রিয়র উপর হেনস্তার ঘটনায় আজ যাদবপুর থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে আরএসএস ছাত্রসংগঠন ভারতীয় বিদ্যার্থী পরিষদের৷ আজ সকালে যাদবপুর থানায় যান অগ্নিমিত্রা পাল ও জয়প্রকাশ মজুমদার৷ সেখানে গিয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে হেনস্তার ঘটনায় অভিযোগ দায়ের করা

যাদবপুরকণ্ডে থানায় অভিযোগ বিজেপি-এসএফআইয়ের

কলকাতা: যাদবপুরকণ্ডে প্রতিবাদ জানিয়ে এবার থানায় অভিযোগ দায়ের বিজেপি ও বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের৷ বাবুল সুপ্রিয়র উপর হেনস্তার ঘটনায় আজ যাদবপুর থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে আরএসএস ছাত্রসংগঠন ভারতীয় বিদ্যার্থী পরিষদের৷

আজ সকালে যাদবপুর থানায় যান অগ্নিমিত্রা পাল ও জয়প্রকাশ মজুমদার৷ সেখানে গিয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে হেনস্তার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়৷ বিজেপির তরফ বাবুলকে ঘেরাও করে রাখা পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে৷

অন্যদিকে থানায় অভিযোগ দায়ের করেছে এসএফআই৷ তাদের দাবি, বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় অহেতুক এসএফআইয়ের নাম জড়ানো হচ্ছে৷ এসএফআই বাবুল সুপ্রিয়কে কোনভাবেই হেনস্থা করেনি৷ একই সঙ্গে ক্যাম্পাসে তাণ্ডব চালানোর দায়ে এবিভিপি ছাত্র সংগঠনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বাম ছাত্র সংগঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =