বিজেপির পরবর্তী সভাপতি সুনীল বনশাল? জল্পনা তুঙ্গে

বিজেপির পরবর্তী সভাপতি সুনীল বনশাল? (BJP next president) বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। চর্চা চলছে বেশ কয়েকটি নাম…

BJP next president Sunil Bansal BJP president সুনীল বনশাল

বিজেপির পরবর্তী সভাপতি সুনীল বনশাল? (BJP next president)

বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। চর্চা চলছে বেশ কয়েকটি নাম নিয়ে। এই পরিস্থিতিতে পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সুনীল বনশাল, এমনটাই সূত্রের খবর। এক্ষেত্রে আরএসএসের সম্মতি রয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছের লোক বলেও পরিচিত তিনি।

পর্যবেক্ষক হিসেবে রয়ে গিয়েছেন সুনীল বনশাল (Sunil Bansal BJP president)

ঘটনা হল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বিজেপি পর্যবেক্ষক এবং সহকারি পর্যবেক্ষক পদে আমূল রদবদল করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে গতবারের থেকে বিজেপির আসন সংখ্যা এবার কমলেও সেখানে পর্যবেক্ষক পদে কোনও বদল আনা হয়নি। পর্যবেক্ষক হিসেবে রয়ে গিয়েছেন সুনীল বনশাল। সদ্য পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত যে নির্দেশ জারি করেছেন বিজেপির বর্তমান সভাপতি জেপি নাড্ডা, তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক পদে কোনও বদল করা হয়নি।

পর্যবেক্ষক পদে নতুন নিয়োগ? (BJP leadership change)

রাজনৈতিক মহল মনে করে সেক্ষেত্রে সুনীল বনশাল পরবর্তী সভাপতি হবেন এটা ধরে নিয়েই তাঁকে এখন বাংলায় কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের জন্য পর্যবেক্ষক পদে কাউকে নিয়োগ করা হবে বলে বিজেপি সূত্রে খবর।

সর্বভারতীয় সভাপতি পদে বিনোদ তাওড়ে? (Vinod Tawde)

বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে উঠে এসেছিল মহারাষ্ট্রের নেতা বিনোদ তাওড়ের নাম। কিন্তু ইতিমধ্যেই তাঁকে বিহারের পর্যবেক্ষক করা হয়েছে। যদি দলের পরবর্তী সভাপতি হিসেবে তাঁকে ভাবা হতো তাহলে কি তাঁকে বিহারের পর্যবেক্ষক করা হতো? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। আর তাতেই এটা স্পষ্ট হয়েছে যে সভাপতির দৌড়ে নেই তাওড়ে।

মেয়াদ শেষ নাড্ডার (JP Nadda term end)

সভাপতি হিসেবে ইতিমধ্যেই মেয়াদ পূর্ণ করে ফেলেছেন নাড্ডা। কিন্তু সামনেই জম্মু-কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন থাকায় নতুন কাউকে সভাপতি করেনি বিজেপি। নতুন করে কাউকে সভাপতি করলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাঁর কিছুটা সময় লাগত। কারণ নতুন সভাপতি যিনিই হন না কেন, তিনি নিজের মতো করে ‘টিম’ তৈরি করবেন। তাতে নির্বাচনে ওই চারটি রাজ্যে অসুবিধায় পড়ে যেতে পারত বিজেপি।

কোন নামে সিলমোহর?  (BJP leadership)

তাই বিজেপির মতো রেজিমেন্টেড পার্টি ভাবনাচিন্তা করেই নাড্ডাকে এখনই পদ ছাড়তে বলেনি। তাই সভাপতি কে হবেন তা নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছে। এই পরিস্থিতিতে দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সুনীল বনশাল, এমনটাই খবর। শেষ পর্যন্ত তাঁর নামে দলের সিলমোহর পড়ে কিনা সেটাই দেখার।

 

আরও পড়ুন-

শপথগ্রহন মিটলেও মিটল না তরজা! 

দশ বছরে স্রেফ ‘অ্যাপেটাইজ়ার’! ‘মেন কোর্স’ এখনও বাকি: মোদী

কোন অঙ্কে অবধেশ প্রসাদ হবেন বিরোধীদের ডেপুটি স্পিকার প্রার্থী?

কোন কোন কারণে মানিকতলা উপনির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে

Politics: Know the latest updates on BJP’s next president. Find out why Sunil Bansal is emerging as the top contender. Read the full article to know more.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *