কলকাতা: নির্বাচনের আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। তাই দিন যত এগিয়ে আসছে, ততই দলের হেভিওয়েট নেতানেত্রীদের দিয়ে প্রচারের ঝাঁঝ বাড়ানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই তাদের দুই শীর্ষনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ময়দানে নামাচ্ছে। এছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা অভিনেত্রীকে নিয়ে আসার জন্য আলোচনা চলছে। তাই নির্বাচনের শেষ পর্যায়ে বিরোধীদের চমক শেষ পর্যন্ত ইভিএমে কতটা কার্যকরী হয় সেটাই দেখার।
শাসকদলকে টেক্কা দিতে ইতিমধ্যেই বাঁশবেড়িয়ায় সভা করে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর সভার পাল্টা হিসাবে চণ্ডীতলার কৃষ্ণরামপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ার রবীন্দ্রভবন লাগোয়া মাঠে ১ মে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এছাড়াও শেষের দিকে শ্রীরামপুরে কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে সভার প্রস্তুতি চলছে। এছাড়াও শেষ প্রচারে ঝড় তুলতে বলিউডের অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে এসে রোড শোর পরিকল্পনা করছে বিজেপি।