বাংলা ভোটের নীল নকশা ছকতে নয়া কর্মসূচি বিজেপির

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাংলার জনতার মোন বুঝতে এবার নয়া কর্মসূচি ঘোষণা করল বঙ্গ বিজেপি৷ আগামী ১৫ দিন রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র ঘুরে দলের অবস্থান বুঝে নিতে চাইছে বিজেপি৷ জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে দলের অবস্থান ও কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপ জনমানুষের মধ্যে কতটা প্রভাব পড়েছে তা জানতে এবার বাংলার সমস্ত লোকসভা কেন্দ্র চষে ফেলতে

বাংলা ভোটের নীল নকশা ছকতে নয়া কর্মসূচি বিজেপির

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাংলার জনতার মোন বুঝতে এবার নয়া কর্মসূচি ঘোষণা করল বঙ্গ বিজেপি৷ আগামী ১৫ দিন রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র ঘুরে দলের অবস্থান বুঝে নিতে চাইছে বিজেপি৷

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে দলের অবস্থান ও কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপ জনমানুষের মধ্যে কতটা প্রভাব পড়েছে তা জানতে এবার বাংলার সমস্ত লোকসভা কেন্দ্র চষে ফেলতে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷ আর সেই লক্ষ্যে তৈরি করা হয়েছে নয়া কমিটি৷

দলের সাংগঠনিক বৈঠক থেকে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে মোট ৮৭জনকে নিয়ে ২৬টি কমিটি গঠন করা হয়েছে৷ প্রত্যেক কমিটিতে তিনজন করে প্রতিনিধি থাকবেন৷ তিন জনের ওই প্রতিনিধি দল গোটা বাংলা চোষে জনতার মোন বুঝে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পেশ করবেন বলে জানা গিয়েছে৷

বাংলা ভোটের নীল নকশা ছকতে নয়া কর্মসূচি বিজেপিরবিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভার দায়িত্ব দেওয়া হয়েছে৷ রাজু বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ঘাটাল ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের দায়িত্ব৷ বালুরঘাটের দায়িত্ব পেয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ আগামী ১৫ দিন জেল প্রত্যেকটি লোকসভা কেন্দ্র ঘুরে দেখার কাজে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে বলে খবর৷

বর্তমানে জেলায় জেলায় সাংগঠনিক হাল কেমন, তা যাচাই করতে এই কমিটির প্রধান লক্ষ্য হবে বলে জানা গিয়েছে৷ বুথস্তরে ১০০ শতাংশ কমিটি আছে কি না, দলের অন্দরে কোন গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কি না, কেন্দ্র সরকারের প্রকল্প ঠিকমতো জনতার কাছে পৌঁছাচ্ছে কি না ও কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি বাংলা জনতার কী প্রভাব ফেলছে, তা জানতে আগামী ১৫ দিন বাংলার ৪২ কেন্দ্রে অভিযান বিজেপির৷ একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যার কথা জেনে তা পূর্ণাঙ্গ রিপোর্ট নেতৃত্বকে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে৷ ১৫ দিনের রিপোর্টের ভিত্তিতে বিজেপি নেতৃত্ব পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে বিজেপি সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =