শ্যামাপ্রসাদকে আঁকড়ে নয়া কর্মসূচির বঙ্গ বিজেপির

কলকাতা: দলে বাঙালিয়ানা ছোঁয়া আনতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদানকে প্রচারের আলোয় আনতে চলেছে বিজেপি৷ রাজনৈতিক মহলের ধারণা, ৫-৬ বছর আগে বাংলায় বিজেপি মানেই বড়বাজারের হিন্দিভাষীদের একটা দল বলেই মনে করা হত৷ তবে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে রাজ্যের ১৮টি আসন জেতার পর এবার বিজেপির লক্ষ্য রাজ্যের বিধানসভা৷ আর বিধানসভা নির্বাচনে জিততে হলে বাঙালি প্রধান এই রাজ্যের বাঙালিয়ানা

শ্যামাপ্রসাদকে আঁকড়ে নয়া কর্মসূচির বঙ্গ বিজেপির

কলকাতা: দলে বাঙালিয়ানা ছোঁয়া আনতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদানকে প্রচারের আলোয় আনতে চলেছে বিজেপি৷ রাজনৈতিক মহলের ধারণা, ৫-৬ বছর আগে বাংলায় বিজেপি মানেই বড়বাজারের হিন্দিভাষীদের একটা দল বলেই মনে করা হত৷ তবে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে রাজ্যের ১৮টি আসন জেতার পর এবার বিজেপির লক্ষ্য রাজ্যের বিধানসভা৷ আর বিধানসভা নির্বাচনে জিততে হলে বাঙালি প্রধান এই রাজ্যের বাঙালিয়ানা  ধরে রাখতে হবে বলে বিজেপি নেতৃত্ব মনে করছে৷

এই সেদিনও কলকাতার মেয়র ও রাজ্যের ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম বিজেপি দলকে ‘গুটকা’ ‘খইনি’র দল বলে কটাক্ষ করেছিলেন৷ এই রকম প্রচার ও কটাক্ষের বিরুদ্ধে রাজনৈতিক মোকাবিলা করতে বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হাতিয়ার করে বাঙালিয়ানাকে আঁকড়ে ধরতে চাইছে বলেই রাজনৈতিক মহল মনে করছে৷ এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, বাঙালিয়ানা ফিরিয়ে আনার প্রশ্নই নেই৷ তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণে রেখে আমরা লড়াই করব৷ কাশ্মীর নিয়ে কেন্দ্র সরকারের ৩৭০ ধারা তুলে নেওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হয়েছে৷ তবে দুঃখের বিষয়, কোন কোন মিডিয়া এর বিরুদ্ধে রামচন্দ্র গুহকে নিয়ে অন্যরকম প্রচার করছে৷ আসলে পার্লামেন্টে শ্যামাপ্রসাদের ঐতিহাসিক ভাষণ কেউ তুলে ধরছেন না৷ কাশ্মীরে দুরাবস্থার কথা বাঙালি হিসেবে মানুষের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তুলে ধরেছিলেন তিনি৷ মাত্র ৩৩ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি৷ তাঁর এই গুণ ও স্বার্থ ত্যাগের কথা আমরা দলের পক্ষ থেকে সারা রাজ্যে প্রচার করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 1 =