বিরোধী দলের নেতাদের জন্য আসন ছেড়ে প্রার্থী তালিকা বিজেপির

নয়াদিল্লি: প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সম্ভাব্য ১০০টি নামের তালিকা নিয়ে বিশেষ বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিজেপি সূত্রের খবর, রাজ্যের ৪২টি আসনের জন্য প্রাথমিক ভাবে ৩৫০ জন প্রার্থীর নামের তালিকা থেকে প্রথম দফায় বাদ গিয়েছে ২৫০ জনের নাম৷ বাকি ১০০ জনের নামের তালিকা নিয়েই আজ চলছে বৈঠক৷ বাংলার ৪২ আসনে প্রার্থী ঘোষণার জন্য

বিরোধী দলের নেতাদের জন্য আসন ছেড়ে প্রার্থী তালিকা বিজেপির

নয়াদিল্লি: প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সম্ভাব্য ১০০টি নামের তালিকা নিয়ে বিশেষ বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিজেপি সূত্রের খবর, রাজ্যের ৪২টি আসনের জন্য প্রাথমিক ভাবে ৩৫০ জন  প্রার্থীর নামের তালিকা থেকে প্রথম দফায় বাদ গিয়েছে ২৫০ জনের নাম৷ বাকি ১০০ জনের নামের তালিকা নিয়েই আজ চলছে বৈঠক৷

বাংলার ৪২ আসনে প্রার্থী ঘোষণার জন্য রাজ্য নেতাদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ বৈঠকে যোগ দেওয়ার জন্য রবিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছেন প্রদেশ সভাপতি দিলীপ ঘোষ ও অন্যান্য নেতারা৷ সূত্রের খবর, প্রথম দু’টি দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি৷

নির্বাচনী কৌশলের অংশ হিসেবে খালি রাখা হতে পারে বেশ কিছু আসন৷ পরে, সেখানে প্রার্থী ঘোষণা হতে পারে৷ মনে করা হচ্ছে, অন্য দল থেকে অপেক্ষাকৃত হেভিওয়েটরা একেবারে শেষ মুহূর্তে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন৷ এই সম্ভাবনার কথা মাথায় রেলে প্রার্থী তালিকায় শূন্য আসন রাখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *