‘মা’ মমতার বিরুদ্ধে লড়তে রাজি বিজেপির কানান! জারি শোভন-বিদ্রোহ

কলকাতা: দল চাইলে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে রাজি৷ বিজেপি দপ্তরে প্রথম সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলে সম্বোধন করা শোভন চট্টোপাধ্যায়৷ সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়তে রাজি হবেন? জবাবে শোভন চট্টোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ধর্মতলা মোড়ে ৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও দাঁড়াতে

‘মা’ মমতার বিরুদ্ধে লড়তে রাজি বিজেপির কানান! জারি শোভন-বিদ্রোহ

কলকাতা: দল চাইলে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে রাজি৷ বিজেপি দপ্তরে প্রথম সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলে সম্বোধন করা শোভন চট্টোপাধ্যায়৷

সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়তে রাজি হবেন? জবাবে শোভন চট্টোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ধর্মতলা মোড়ে ৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও দাঁড়াতে রাজি ছিলেন৷ এখন তিনি দল বদল করেছেন৷ ফলে দল যদি চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে৷ তাতেও তিনি রাজি৷ এটাও তিনি জানিয়ে দেন, সেই লড়াইয়ে জয়ী হবেন তিনিই৷

রাজ্য বিজেপির দপ্তরে বসে শোভন বলেন, ‘‘অটল বিহারী বাজপেয়ীজি তৃণমূলের হাত না ধরলে আজ তৃণমূল এখানে দেখতে পেতে না৷ কারণ, বাম জমানার সেই দমন-পীড়ন থেকে তৃণমূল রক্ষা পেত না৷ আজ সেই বামাদের থেকেও পরিস্থিতি খারাপ৷ আমি ৪০ বছর ধরে রাজনীতি করছি৷ কিন্তু, এমন পরিস্থিতি দেখিনি, যেখানে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না৷’’

এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূলে ভোট গুরু প্রশান্ত কিশোরকে ঠিকাদার কর্মী বলে কটাক্ষ করেন শোভন চট্টোপাধ্যায়৷ জানান, ‘‘তৃণমূলের জনসংযোগ এমন পর্যায়ে পৌঁছেছে, যাতে ঠিকাদার কর্মী নিয়োগ করতে হচ্ছে তৃণমূলকে৷ এর থেকেই বোঝা যাচ্ছে, তৃণমূল নেতাদের মতামত দেওয়ার কোনও অবস্থায় নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *