গোয়া: কাজে এল না কংগ্রেসের সরকার গঠনের দাবি৷ আজ গোয়া বিধানসভায় আস্তা ভোটে জয়ী হন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ বুধবার আস্থা ভোটের বিজেপির পক্ষে ভোট দেন ২০ জন বিধায়ক৷ অনাস্থা জানান কংগ্রেসের ১৫ বিধায়ক৷
এদিনের বিজেপির ১১ বিধায়ক, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও গোয়া ফরওয়ার্ড পার্টির তিন বিধায়ক ও তিন নির্দল বিধায়ক প্রমোদ সাওয়ান্তের পক্ষে ভোট দেন৷ কংগ্রেসের তরফে ১৪ বিধায়ক ও এক এনসিপি বিধায়ক সরকারের বিরুদ্ধে অনাস্থা জানান৷ কিন্তু, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আস্থায় বেশি ভোট পড়ায় টিকি গেল গোয়ার বিজেপির সরকার৷
20 MLAs voted for the motion (11 BJP, 3 Maharashtrawadi Gomantak Party, 3 Goa Forward Party, and 3 Independents) and 15 MLAs voted against the motion (14 Congress and 1 NCP) in the Goa assembly. https://t.co/tycar2i7KQ
— ANI (@ANI) March 20, 2019
মুখ্যমন্ত্রীর প্রয়াণের ২৪ ঘণ্টার মধ্যেই পারিক্করের চেয়ারে বসেন নয়া মুখ্যমন্ত্রী৷ সোমবার রাত দুটোয় গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির প্রমোদ সাওয়ন্ত৷ তাঁর সঙ্গে শপথ নিয়েছেন বিজেপি ছাড়াও জোট শরিক এমজিপি আর জিএফপির ১১ জন মন্ত্রীও৷ তাঁদের মধ্যে আছেন দুই নির্দল বিধায়কও। প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের অন্ত্যেষ্টির পাশাপাশি দিনভর বিজেপির নেতারা জোট শরিকদের ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যান। শপথের সময় ঘোষণা করা হলেও দুইবার তা পাল্টাতে হয়। অবশেষে রফা হয়, দুই শরিকের দুইজনকে উপমুখ্যমন্ত্রী করা হবে। সোমবারই শপথ নেন তাঁরা। তাঁরা হলেন গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সরদেশাই আর মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সুদিন দাভেলিকর। শপথ নেওয়ার আগে প্রমোদ স্পিকারপদে পদত্যাগ করেন। তাঁকে বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ দিতে হয়৷