রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করবেই বিজেপি, বাধা দিে দেখুক: দিলীপ

কলকাতা: ফের রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করবে বিজেপি৷ শুক্রবার একথা জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলীপ ঘোষ বলেন, ‘বাধা দিলে উত্তর পাবে প্রশাসন৷’ রামনবমী উপলক্ষ্যে আজ, শনিবার ফের অস্ত্র নিয়ে মিছিল করার কথা জানিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ একইসঙ্গে মিছিল আটকালে প্রশাসনকে জবাব দেওয়ার চ্যালেঞ্জ করেন দিলীপ ঘোষ৷ ইতিমধ্যেই

রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করবেই বিজেপি, বাধা দিে দেখুক: দিলীপ

কলকাতা: ফের রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করবে বিজেপি৷ শুক্রবার একথা জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷  প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলীপ ঘোষ বলেন, ‘বাধা দিলে উত্তর পাবে প্রশাসন৷’ রামনবমী উপলক্ষ্যে আজ, শনিবার ফের অস্ত্র নিয়ে মিছিল করার কথা জানিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

একইসঙ্গে মিছিল আটকালে প্রশাসনকে জবাব দেওয়ার চ্যালেঞ্জ করেন দিলীপ ঘোষ৷ ইতিমধ্যেই এই মিছিল আটকাতে নির্বাচন কমিশনকে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ জানিয়েছে তৃণমূল৷ রামনবমীতে বিজেপির মিছিল নিয়ে এর আগেও উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি৷ রামনবমীর দিন প্রশাসনের অনুমতি ছাড়াই অস্ত্র হাতে বিজেপির মিছিল এর আগেও জন্ম দিয়েছে বহু বিতর্কের৷

বিজেপির রাজ্য সভাপতিকেও দেখা গেছে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে৷ অস্ত্র হাতে মিছিল রুখতে গেলে নানা জায়গায় অশান্তিও হয়৷ খোলা রাস্তায় অস্ত্র হাতে মিছিলে আইনশৃঙ্খলার অবনতির কথা ভেবেই বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন৷ কিন্ত রামনবমীর মিছিল নিয়ে ক্রমশই সুর চড়াচ্ছে বিজেপি শিবির৷ নবান্ন সুত্রে খবর, এই অবস্থায় বাড়ানো হতে পারে রামনবমী শোভাযাত্রার নিরাপত্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − sixteen =