বাংলায় জারি হবে রাষ্ট্রপতি শাসন? বিতর্ক চড়ালেন অমিত শাহ

বাংলায় জারি হবে রাষ্ট্রপতি শাসন? বিতর্ক চড়ালেন অমিত শাহ

নয়াদিল্লি: নজরে বাংলা বিধানসভা নির্বাচন৷ সেই লক্ষ্যে সর্ব শক্তি দিয়ে অনেক আগে থেকেই ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি৷ পেশাদার সংস্থা নিয়োগ করে কর্পোরেট ছকে প্রস্তিতিও প্রায় শেষের দিকে ঘাসফুল শিবিরে৷ সে সবুজ হোক কিংবা গেরুয়া, লক্ষ্য সেই ক্ষমতা৷ আর সেই ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ছেদ ফেরতে পারনি বিশ্বজোড়া করোনা মহামারী৷ উৎসব ও করোনা আবহের মধ্যেই আরও একবার বাংলা দক্ষলের পক্ষে ফের সওয়াল করলেন অমিত শাহ৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গেও মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

সর্বভারতীয় একটি সংবাদমাধম্যকে দেওয়া সাক্ষাৎকারে বাংলা সরকারের সমালোচনা করে অমিত শাহ জানান, ‘‘পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়েছে৷ আমফানের ক্ষতিপূরণের টাকা নয়ছয় হয়েছে৷ লকডাউনে খাদ্যশস্য নিয়েও দুর্নীতি হয়েছে৷ করোনা রুখতে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল, তাও হয়নি৷ শুধুই হয়েছে দুর্নীতি৷ আইনশৃঙ্খলার দফারফা৷ অনুপ্রবেশ চলছে৷ বোমা বানানোর কারখানা তৈরি হচ্ছে৷ সত্যিই বাংলার পরিস্থিতি খারাপ হয়েছে৷’’

বাংলায় রাজনৈতিক হিংসার প্রসঙ্গও তোলেন অমিত শাহ৷ বলেন, ‘‘ বাংলায় বিরোধী নেতা-কর্মীদের যে ভাবে মামলা দেওয়া হচ্ছে, তাদের খুন করা হচ্ছে, তা গোটা দেশে অন্য কোনও রাজ্যে দেখা যায় না৷’’ বাংলা দখলে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অমিত শাহের মন্তব্য, ‘‘আমরা কোমর বেঁধে আগামী দিলে লড়ব৷ ২০২১ সালে বাংলায় পরিবর্তন হবেই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার তৈরি হবে৷’’ বিজেপি সরকারে এলে কে হবেন মুখ্যমন্ত্রী? অমিত শাহের জবাব, ‘‘ওটা পরে দেখা যাবে৷ বাংলার মানুষ এখন তৃণমূলকে  হাঠাতে চাইছে৷’’

বাংলার আইনশৃঙ্কলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অমিত শাহ ওই সংবাদমাধ্যমে বলেন, ‘‘বাংলার রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন৷ তাঁরা তা করতেই পারেন৷ সে অধিকারও তাঁদের রয়েছে৷ রাজ্যপাল রিপোর্ট ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়ে থাকেন৷ আমার মনে হয়, বাংলার পরিস্থিতি এখন গুরুতর হয়ে উঠেছে৷ ফলে, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাওয়ার মধ্যে কোনও ভুল নেই৷ রাষ্ট্রপতি শাসন জারি করলে ভুল হবে না৷’’

বিধানসভা নির্বাচনের মুখে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ ভোটের আগে বাংলার নির্বাচিত সরকার ভাঙা হলে তার সুফল আদৌ পাবে বিজেপি? নাকি হবে বুমেরাং? তা বেমালুন জানানে গেরুয়া কর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 3 =