আলিপুরদুয়ার: ভোটে জিতলে সর্বক্ষণের জন্য উত্তরের চা শিল্পের সংকট দেখাশোনা করার জন্য জন বারলাকে কেন্দ্রীয় মন্ত্রী করার দাবি জানানো হবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। ভোটের প্রচারে চা শ্রমিক মহল্লায় প্রার্থী জন বারলার মন্ত্রিত্বের এই দাবির কথা ফলাও করে প্রচার করছে জেলা বিজেপি।
তাদের দাবি, এই প্রচারে চা শ্রমিকদের কাছ থেকে তারা ভালো সাড়াও পাচ্ছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি’র এই প্রচারকে পাত্তাই দিচ্ছে না। বরং প্রতিপক্ষ বিজেপি’র এই প্রচারকে শাসক শিবির স্রেফ ভোটের চমক বলে কটাক্ষ করেছে। উত্তরের চা বলয় থেকে কেন্দ্রে আজ পর্যন্ত আদিবাসীদের মধ্যে কেউ মন্ত্রী হয়নি। বন্ধ চা বাগান ও ন্যূনতম মজুরির আন্দোলন নিয়ে চা শ্রমিকরা বছরের পর বছর ধরে জেরবার। শ্রমিকরা ১৫০-২০০ বছর ধরে চা বাগানের জমিতে বসবাস করছেন। কিন্তু তাঁরা আজও জমির পাট্টা পাননি। বন্ধ চা বাগান খোলা, শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়েও কেন্দ্র রাজ্যের মধ্যে বছরের পর বছর ধরে চলছে নানা টানাপোড়েন। ভোটের ফলাফল কী হবে তা জানা যাবে ২৩ মে। কিন্তু চা শিল্পের এই প্রেক্ষাপটে জন বারলাকে মন্ত্রী করার দাবি নিয়ে বিজেপি’র প্রচারে তাৎপর্য আছে বলে অনেকেই মনে করছেন।