রাজ্যে অপরিকল্পিত লকডাউন হয়েছে, মুখ্যমন্ত্রীকে নালিশ বিজেপির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে সর্বদল বৈঠক ডেকেছিলেন। রাজ্যে লকডাউন বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে। বিষয়টি মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য 'নাটক' বলে মনে করছে বিজেপি। বিজেপির বক্তব্য, সারা দেশেই যখন লকডাউন চলছিল তখন রাজ্যে উনি তা মানেননি। লকডাউনের মধ্যেই মিষ্টির দোকান, চা'য়ের দোকান সমস্ত খুলে দিয়েছেন। রাজ্য থেকে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, "যখন লকডাউন চলছিল তখন মৃতদেহকে লুকিয়েছে। রানডম স্যাম্পেল টেস্টিং করেনি মৃতদেহকে পাচার করেছে, যেখানে-সেখানে জ্বালিয়ে পুড়িয়েছে। এতসব কুকীর্তির পর এখন দেখছে সংক্রমণের হার বাড়ছে। পশ্চিমবঙ্গে ঘোষিত সংখ্যার থেকে কয়েকগুণ সংক্রমণ বেশি।"
এদিকে সর্বদল বৈঠকের পর রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, তাঁদের প্রশ্নের কোনও উত্তর দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, দিলীপ রাজ্য সরকার সব দলের প্রতিনিধিদের নিয়ে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি কমিটি গড়বেন। সেখানে রয়েছেন দিলীপ।
এদিকে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে জাতীয় সম্পাদক রাহুল সিনহা নতুন লকডাউন নিয়ে রাজ্য সরকারকে বিদ্ধ করতে ছাড়েননি। রাহুলের বক্তব্য, "এখন লকডাউনে মহান কার্য সাধন করবেন (মুখ্যমন্ত্রী)। বাস খুলে দিলেন, লকডাউন খুলে দিলেন। বাস ভাড়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিলেন না। যার জন্য বাস মালিকরা খুশিমত ভাড়া নিচ্ছে।" রাহুল আরও বলেন, "অবিলম্বে লকডাউন করার আগের শ্বেতপত্র প্রকাশ করুন। রাজ্যে যখন থেকে লকডাউন শুরু হয়েছিল, সেই সময় থেকে আজ পর্যন্ত লকডাউন এবং করোনা রোগের ব্যাপার পুরোপুরি শ্বেতপত্র দাবি করছি আমরা।"