‘ক্ষমতায় এসে বাংলায় এনকাউন্টার চালু করবে বিজেপি’

বাঁকুড়া থেকে বসিরহাট৷ বাংলার দুই প্রান্ত থেকে এবার ‘এনকাউন্টার’ তত্ত্ব খাড়া করলেন বিজেপির দুই নেতা৷ বাংলার আইন-শৃঙ্খলা রক্ষায় একজন তুললেন এনকাউন্টার তত্ত্ব৷ অন্যজন কাটমানিতে এনকাউন্টারের নিদান দিলেন৷ সৌজন্যে সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়৷ সোমবার বাঁকুড়ায় এসপি অফিসের সামনে ধর্না অবস্থানে যোগদেন রাজু বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির ধর্না কর্মসূচি থেকে রাজু বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘‘যারা কাটমানি নিতে আসবে, প্রয়োজনে

‘ক্ষমতায় এসে বাংলায় এনকাউন্টার চালু করবে বিজেপি’

বাঁকুড়া থেকে বসিরহাট৷ বাংলার দুই প্রান্ত থেকে এবার ‘এনকাউন্টার’ তত্ত্ব খাড়া করলেন বিজেপির দুই নেতা৷ বাংলার আইন-শৃঙ্খলা রক্ষায় একজন তুললেন এনকাউন্টার তত্ত্ব৷ অন্যজন কাটমানিতে এনকাউন্টারের নিদান দিলেন৷ সৌজন্যে সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়৷

সোমবার বাঁকুড়ায় এসপি অফিসের সামনে ধর্না অবস্থানে যোগদেন রাজু বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির ধর্না কর্মসূচি থেকে রাজু বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘‘যারা কাটমানি নিতে আসবে, প্রয়োজনে তাদের এনকাউন্টার করুন৷’’ এদিন বসিরহাটে বিজেপির বিক্ষোভ মিছিল থেকে সায়ন্তন বসু বলেন, ‘‘বাংলার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বাংলায় উত্তরপ্রদেশ মডেল ফিরিয়ে আনব৷ উত্তরপ্রদেশে যেমন দুষ্কৃতীদের এনকাউন্টার করা মারা হচ্ছে, বিজেপি ক্ষমতায় এসে বাংলায় ঠিক তেমন, যারা অপরাধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের ধরে এনকাউন্টার করে মারা হবে৷’’

তবে, এই প্রথম যে তিনি গুলি করে মারার হুমকি দিয়েছেন, তা নয়৷ ভোট লুট হলে কেন্দ্রীয় বাহিনীকে বুকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন সায়ন্তন৷ এই মন্তব্যের পর তাঁকে শো-কজ করে নির্বাচন কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *