কলকাতা: রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে খুনের হুমকি। অভিযোগ, আরএসএস, বজরংদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন সিদ্দিকুল্লা।
মুখ্যমন্ত্রী তাঁকে সব রকম নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। ইতিমধ্যেই তাঁর বাড়ি ও যাতায়াতের পথে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতে বিজেপি বিরোধী একটা জোট করে মেরুকরণ করেছেন। এতেই, বিজেপি তথা আরএসএস ভয় পেয়েছে বলে মত সিদ্দিকুল্লার। তাঁর অভিযোগ, রাজ্যের তৃণমূলের মন্ত্রীদের সেই কারণেই টার্গেট করছে গেরুয়া শিবির।
অন্যদিকে, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যাকাণ্ডের পর একঝাঁক তৃণমূল নেতার নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত রাজ্যের৷ রাজ্যের তিন মন্ত্রী মন্ত্রী স্বপন দেবনাথ, জ্যোতিপ্রিয় মল্লিক এবং রবীন্দ্রনাথ ঘোষের নিরাপত্তা বাড়ানোর পর এবার জেলা স্তরের নেতাদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে খবর৷
রাজ্য প্রশাসন সূত্রে খবর, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলার তৃণমূল সভাপতি মোহন শর্মার নিরাপত্তা বাড়ানো হচ্ছে৷ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন ডেরেক ও’ব্রায়েন৷ অসীমকুমার সাহা, তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত, রানাঘাট-পশ্চিমের বিধায়ক শঙ্কর সিংহ, নানুরের বিধায়ক গদাধর হাজরা ও মৌসম নুরেরও নিরাপত্তা বাড়ছে বলে খবর৷ বাড়াছে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নিরাপত্তা৷ এছাড়াও এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে উত্তর কলকাতা যুব তৃণমূল সভাপতি জীবন সাহা, দক্ষিণ কলকাতা যুব তৃণমূল সভাপতি স্বরূপ বিশ্বাস, মুর্শিদাবাদের যুব তৃণমূল সভাপতি আমিরুল ইসলাম ও বর্ধমানের যুব তৃণমূল সভাপতি সুভাষ মণ্ডলকে৷