মমতাকে টেক্কা দিতে বাংলায় বাহিনী পাঠালেন মোদি-শাহ, তুঙ্গে চর্চা

আসছে পুরসভা নির্বাচন৷ পুরভোট মিটলেই বেজে যাবে বিধানসভা নির্বাচনের ঘণ্টা৷ ফলে, সময় নষ্ট করতে নারাজ তৃণমূল-বিজেপি, বাম-কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে বিজেপির হাতে পর্যদুস্ত হতেই দলের ক্ষত বুঝে প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছে তৃণমূল৷ প্রাশন্তের হাতে দলের দায়িত্ব দিয়ে হাতে-হাতে মিলেছে সুফল৷ তিন বিধানসভা উপনির্বানে হ্যাটট্রিক করেছে প্রশান্ত কিশোর নেতৃত্বের থাকা তৃণমূল৷ এবার সেই প্রশান্তকে টেক্কা দিতে বাংলায় নয়া বাহিনী পাঠালেন মোদি-শাহরা৷

33a49d767be662b50fe969985702d822

কলকাতা: আসছে পুরসভা নির্বাচন৷ পুরভোট মিটলেই বেজে যাবে বিধানসভা নির্বাচনের ঘণ্টা৷ ফলে, সময় নষ্ট করতে নারাজ তৃণমূল-বিজেপি, বাম-কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে বিজেপির হাতে পর্যদুস্ত হতেই দলের ক্ষত বুঝে প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছে তৃণমূল৷ প্রাশন্তের হাতে দলের দায়িত্ব দিয়ে হাতে-হাতে মিলেছে সুফল৷ তিন বিধানসভা উপনির্বানে হ্যাটট্রিক করেছে প্রশান্ত কিশোর নেতৃত্বের থাকা তৃণমূল৷ এবার সেই প্রশান্তকে টেক্কা দিতে বাংলায় নয়া বাহিনী পাঠালেন মোদি-শাহরা৷

জানা গিয়েছে, গত লোকসভা ভোটে বিজেপিকে যে বাহিনী সাফল্য এনে দিয়েছে, সেই বিশেষ দলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি৷ প্রশান্ত কিশোরের টিমকে টেক্কা দিতে বাংলার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে মোদি-শাহদের নতুন বাহিনীকে৷

২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন৷ সূত্রের খবর, বিজেপির ওই বাহিনী বাংলায় কাজ শুরু করবে সরাসরি বিজেপি সঙ্গে যুক্ত না হয়ে৷ প্রধানমন্ত্রীর হয়ে চলবে প্রচার৷ জনমানসে বার্তা ছড়ানোর কাজ করবে বিশেষ ওই দল৷

গত কয়েক মাসে প্রশান্ত কিশোরের নেতৃত্বে তৃণমূলের ভাবমূর্তি কিছুটা চাঙ্গা হয়েছে৷ উপনির্বাচনে এসেছে সাফল্য৷ বেড়েছে নেতাদের জনসংযোগ৷ দিদিকে বলো কর্মসূচি চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছে৷ ফলে, প্রশান্তের ধারাবাহিক সাফল্যের গতিতে বাধা হয়ে দাঁড়াতে চলছে বিজেপি বিশেষ টিম৷

বিজেপি সূত্রে খবর, বিজেপির মিশন বাংলার জন্য রাজ্যজুড়ে বহুমুখী প্রচারে ঝাঁপাতে চলেছে এই বিশেষ দল৷ সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সরাসরি মানুষের সঙ্গে কথা বলে দিল্লির সরকারের সাফল্য তুলে ধরা হতে পারে ওই দলের মূল্য লক্ষ্য৷ একই সঙ্গে বাংলার বর্তান হালও তুলে ধরতে পারে ওই দল৷

পাল্টা প্রশান্ত কিশোরের সংস্থাও ২০২১ সালে বাংলায় ক্ষমতায় আসার শপথ নিয়ে টিম গড়েছেন৷ চলছে পুরোদমে কাজ৷ ফলে, পরিস্থিতি যা, তাতে ক্ষমতা কায়েমের লক্ষ্যে গামছা গলায় ফের জনতার দরবারে পা রাখতে চলেছে তৃণমূল-বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *