দক্ষিণে উত্থান বিজেপির! ব্যাপক প্রত্যাশা দলের, বাস্তবে কী ঘটতে পারে?

নিজস্ব প্রতিনিধি:  সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে মঙ্গলবার। কিন্তু তার আগে দেশজুড়ে ভোটের ফলাফল নিয়ে চর্চা থেমে থাকছে না। প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা বলছে…

BJP rise in South India Narendra Modi, Trinamool Congress, Communist Party of India, election campaign

নিজস্ব প্রতিনিধি:  সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে মঙ্গলবার। কিন্তু তার আগে দেশজুড়ে ভোটের ফলাফল নিয়ে চর্চা থেমে থাকছে না। প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা বলছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে হ্যাটট্রিক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই হিসেবনিকেশের সময় উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হল দক্ষিণ ভারত। সমস্ত সমীক্ষা জানাচ্ছে দক্ষিণ ভারতে এবার ব্যাপক উত্থান হবে বিজেপির।

কিন্তু সত্যিই কি তাই?

আসলে যতটা বলা হচ্ছে ততটা কিন্তু সহজ হবে না। গত লোকসভা নির্বাচনে গোটা দক্ষিণ ভারতে ১৩০টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র ২৯টিতে। তামিলনাড়ু, কেরল ও অন্ধ্রপ্রদেশে তারা খাতা খুলতে পারেনি। কিন্তু চব্বিশের নির্বাচনে ছবিটা বদলাতে পারে বলে একাধিক বুথ ফেরত সমীক্ষা দাবি করেছে। সমীক্ষা বলছে দক্ষিণ ভারতের প্রতিটি রাজ্যেই বিজেপির সূর্যোদয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

দেশজুড়ে মোদী ঝড়

গতবার দেশ জুড়ে মোদী ঝড় দেখা গেলেও দক্ষিণ ভারতে কর্ণাটক ছাড়া অন্য কোথাও তার আঁচ পড়েনি সেভাবে। গতবার দক্ষিণ ভারত থেকে যে ২৯টি আসনে বিজেপি জয়ী হয়েছিল তার মধ্যে ২৫ টি এসেছিল কর্ণাটক থেকে। বাকি চারটি আসন তারা জিতেছিল তেলেঙ্গানায়। কিন্তু এবার বুথ ফেরত সমীক্ষা বলছে দক্ষিণ ভারতের সমস্ত রাজ্যেই ধীরে ধীরে হলেও পা রাখতে চলেছে বিজেপি। সমীক্ষায় দাবি করা হয়েছে কংগ্রেস শাসিত কর্ণাটকে বিজেপির আসন এবার কয়েকটি কমলেও, কংগ্রেস শাসিত অপর রাজ্য তেলেঙ্গানায় বিজেপির আসন বাড়তে চলেছে।

বুথ ফেরত সমীক্ষা

অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে তেলেঙ্গানায় বিজেপি ৭-৯টি আসন পেতে পারে। বাম দুর্গ কেরলেও বিজেপি এক থেকে তিনটি আসনে জিততে পারে বলে নিউজ ১৮-এর সমীক্ষা দাবি করেছে। এবিপি-সি ভোটারের সমীক্ষাও বলছে বিজেপি কেরলে ১-৩টি আসন পেতে পারে। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা বলছে তামিলনাড়ুতে বিজেপি ২-৪টি আসন পেতে পারে। তবে শুধু আসন পাওয়াই নয়, সমীক্ষক সংস্থাগুলি জানাচ্ছে তামিলনাড়ুতে বিজেপি ১৩ থেকে ১৫ শতাংশ ভোট পেতে পারে। কেরলেও বিজেপির ভোট পৌঁছে যেতে পারে ২৫ শতাংশের কাছাকাছি।

রাজনৈতিক বিশেষজ্ঞ

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বৃদ্ধি একবার চরম পর্যায়ে চলে যাওয়ার পর নতুন করে আর এগোনোর সুযোগ থাকে না। যে বিষয়টি প্রযোজ্য বিজেপির ক্ষেত্রে। গত লোকসভা নির্বাচনে বিজেপির চরম বৃদ্ধি হয়ে গিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করে। কিন্তু তখনও কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ থেকে খালি হাতে ফিরতে হয়েছে বিজেপিকে। তাই এবার বিজেপির দাপট গতবারের থেকে অনেক গুণে বেড়ে যাবে এটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। বরং উল্টোটা হতে পারে।

ভারতীয় রাজনীতি

ঘটনা হল চরম বৃদ্ধি হয়ে যাওয়ার পর সেই গ্রাফের নামার সম্ভাবনাই বেশি। ভারতীয় রাজনীতিতে চিরকাল এমনটাই ঘটেছে। তাই দক্ষিণ ভারতে কর্ণাটক ছাড়া বিজেপি বাকিগুলিতেও তাক লাগিয়ে দেবে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। সেখানে কর্ণাটকে এবার বিজেপির আসন কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, আর তো বেশি অপেক্ষা করতে হবে না। মঙ্গলবার সকাল থেকেই সামনে চলে আসবে জনতার রায়। দক্ষিণ ভারত বিজেপিকে দু’হাত ভরে কিছু দিল কিনা তখনই সেটা স্পষ্ট হয়ে যাবে।

 

Politics: Discover the potential rise of BJP in South India for the 2024 elections. Explore exit poll predictions, regional challenges, and the realistic outcomes for BJP in Tamil Nadu, Kerala, Karnataka, and Telangana.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *