কলকাতা: বুধবার সকালে বিজেপি গান্ধী সংকল্প যাত্রার আয়োজন করার কথা ছিল৷ বিজপুর থানার কাঁপার ধনাকল মোড় থেকে সংকল্প যাত্রা শুরু হয়ে ভালুকা শিবদাসপুর পর্যন্ত যাওয়ার কথা ছিল মিছিল৷ কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় বাতিল করা হল যাত্রা৷
এই প্রসঙ্গে বিজেপির বারাকপুরের সাংগঠনিক জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্র জানিয়েছেন, সংকল্প যাত্রা বিষয়ে পুলিশ অনুমতি বাতিল করে দেয়৷ মঙ্গলবার গভীর রাতে বিজপুর থানার আইসি সর্বদলীয় কার্যকর্তার বাড়িতে গিয়ে যাত্রা বাতিলের নোটিশ ধরিয়ে দেন৷ ফাল্গুনী দেবীর অভিযোগ, জেলাশাসকের দপ্তরে নৈহাটি পুরসভার বোর্ড গঠনের প্রক্রিয়া থাকায় সংকল্প যাত্রা বাতিল করেছিল৷ কিন্তু, গ্রামীণ অঞ্চলে সংকল্প যাত্রা কেন পুলিশ অনুমতি দিল না, তা বুঝে উঠতে পারছি না৷
তাঁর মন্তব্য, মঙ্গলবার বিকেলে সংকল্প যাত্রায় মানুষের ঢল নেমেছিল৷ তা দেখে শাসকদল আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে সংকল্প বানচাল করে দেয়৷ আগামী নির্বাচনে মানুষ জবাব দেবে বলেও জানিয়েছেন তিনি৷