বাংলায় ৪০ হাজার কর্মী নিয়োগ বিজেপির, মিলবে বেতন!

নয়াদিল্লি: বাংলায় এক লাফে বহুগুণ শক্তি বাড়িয়ে শাসকের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি৷ দু’সাংসদ থেকে ১৮জনের সাংসদ পৌঁছে গিয়েছেন সংসদে৷ ২০১৯-এর লক্ষ্য পূরণের পর এবার নজরে ২০২১৷ বাংলা ভোটে নিজেদের প্রমাণ করার লক্ষ্যে জনসংযোগ গুরুত্ব বাড়িয়ে ব্লকে ব্লকে কর্মী নিয়োগের পথে বিজেপি৷ সূত্রের খবর, বাংলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৪০ হাজার সর্বক্ষণের কর্মী নিয়োগ

d50a127ed08020a8e43352a55c0ad882

বাংলায় ৪০ হাজার কর্মী নিয়োগ বিজেপির, মিলবে বেতন!

নয়াদিল্লি: বাংলায় এক লাফে বহুগুণ শক্তি বাড়িয়ে শাসকের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি৷ দু’সাংসদ থেকে ১৮জনের সাংসদ পৌঁছে গিয়েছেন সংসদে৷ ২০১৯-এর লক্ষ্য পূরণের পর এবার নজরে ২০২১৷ বাংলা ভোটে নিজেদের প্রমাণ করার লক্ষ্যে জনসংযোগ গুরুত্ব বাড়িয়ে ব্লকে ব্লকে কর্মী নিয়োগের পথে বিজেপি৷

সূত্রের খবর, বাংলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৪০ হাজার সর্বক্ষণের কর্মী নিয়োগ করা হতে পারে৷ মিলতে পারে বেতন৷ নতুন কর্মীদের দেওয়া হবে প্রশিক্ষণ৷ দলের আদর্শ তুলে ধরতে ৪০ হাজার কর্মীকে তৈরি করে নামানো হবে রাজনীতির ময়দানে৷ রাজ্যের প্রতি বুথে গিয়ে যাতে বিজেপি জনসংযোগ করতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে খবর৷ বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সঙ্কেত পাওয়া পর নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে৷ অতিরিক্ত সর্বক্ষণের কর্মী নিয়োগ করে বাংলায় সেই জনসংযোগেই আরও বেশি জোর দেওয়া হবে বলেও খবর৷ নতুন সর্বক্ষণের কর্মী নিয়োগ করে জনসংযোগের পর সদস্য সংগ্রহ অভিযান থেকে কেন্দ্রীয় প্রকল্পের প্রচার করানো হবে বলেও খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *