কলকাতা: আয়কর দপ্তরের বিরুদ্ধে সুবোধমল্লিক স্কয়ারে ধর্নায় তৃণমূল। দলের বঙ্গজননী বাহিনী মঙ্গলবার সকাল ১০টায় ধর্নায় বসেছেন৷ ধর্নামঞ্চে হাজির হয়ে কেন্দ্রকে বিঁধতে গিয়ে বিজেপিকে ইঁদুরের সঙ্গে তুলনা মেয়র ফিরহাদ হাকিমের৷
এদিন মঞ্চ থেকে মেয়র সাফ জানিয়ে দেন, ‘‘পুজো কখনই আমরা বন্ধ হতে দেব না, দিচ্ছি৷ এই পুজোকে আজ অন্তর্জাতিক মর্যাদায় তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমরা মমতার বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে আছি৷ যতই তুমি বাঁধা দাও, এই ফিরহাদ হাকিমও বলবে জয় মা দুর্গা৷ বাংলায় দুর্গা পুজো আটকানো বিজেপির ইঁদুরদের নেই৷ পুজো হবেই৷’’
ফিরহাদের পাশাপাশি এদিন সংবাদমাধ্যমে আয়কর দপ্তরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের গুরুতর অভিযোগ বঙ্গজননী বাহিনীর নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের৷ মঙ্গলবার ধর্নায় বসে রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রীমা ভটাচার্য বলেন, দুর্গা পুজো নিয়ে কেন্দ্র সরকার রাজনীতি করছে। রাজ্যের পুজো কমিটিগুলিকে বিজেপি নিয়ন্ত্রণে নিতেই আয়কর দপ্তরকে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেন চন্দ্রীমা ভটাচার্য৷
বলেন, দুর্গা পুজোয় কর চাওয়ার কোনও অধিকার আয়কর দপ্তরের নেই। সম্পূর্ণ বেআইনি ভাবে রাজ্যের পুজো কমিটি থেকে কর চাইছে আয়কর দপ্তর। আর কেন্দ্রীয় সরকারের এই দপ্তরের কথা কখনই তৃণমূল কংগ্রেস মানবে না বলে জানান চন্দ্রীমা ভটাচার্য৷
আয়কর দপ্তরের সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের বঙ্গজননী শাখা ধর্নায় বসেছে৷ সকালেই ধর্নায় বসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভটাচার্য, শশী পাঁজা, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথম শ্রেণির নেত্রীরা৷ এদিন ধর্নামঞ্চে হাজির হয়ে বঙ্গজননী বাহিনীর নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ‘‘পুজো কমিটিগুলিকে আয়করের নোটিস পাঠিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে৷ আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি৷’’
অন্যদিকে তৃণমূলের ধর্নাকে তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অনেক পুজো কমিটিগুলিতে চিটফান্ডের ডাকা ঢুকেছে। আয়কর দপ্তর তার তদন্ত করছে বলে জানান দিলীপ ঘোষ। শাসক দলকে কটাক্ষ করে বলেন, দুর্গা পুজোয় বহু কালো টাকা তৃণমূলের নেতারা সাদা করেন। আয়কর দপ্তরের সক্রিয়তায় তৃণমূল ভয় পাচ্ছেন বলে জানান দিলীপ ঘোষ। সেই জন্য তৃণমূল অাতঙ্কে আগেই রাস্তায় নেমেছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।