বাংলা ভোটের লক্ষ্যে প্রার্থী তালিকার প্রস্তুতি বিজেপির

কলকাতা: লক্ষ্য ২০২১! বিধানসভা নির্বাচনের প্রস্তিতে হাতে সময় মাত্র দু’বছর সময়৷ কিন্তু দু’বছর সময় থাকলেও সময় নষ্ট করতে নারাজ বঙ্গ বিজেপি শিবির৷ এবার বাংলার মসনদ দখল করার লক্ষ্যে এখন থেকেই প্রার্থী বাছাইয়ের তোড়জোড় শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷ বিজেপি সূত্রে খবর, পুজোর পর থেকেই খুব সম্ভবত রাজ্য বিধানসভার সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে

বাংলা ভোটের লক্ষ্যে প্রার্থী তালিকার প্রস্তুতি বিজেপির

কলকাতা: লক্ষ্য ২০২১! বিধানসভা নির্বাচনের প্রস্তিতে হাতে সময় মাত্র দু’বছর সময়৷ কিন্তু দু’বছর সময় থাকলেও সময় নষ্ট করতে নারাজ বঙ্গ বিজেপি শিবির৷ এবার বাংলার মসনদ দখল করার লক্ষ্যে এখন থেকেই প্রার্থী বাছাইয়ের তোড়জোড় শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷

বিজেপি সূত্রে খবর, পুজোর পর থেকেই খুব সম্ভবত রাজ্য বিধানসভার সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে বিজেপি৷ পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে নির্বাচনী কমিটি গড়ে প্রাথমিক ভাবে প্রার্থীদের সম্ভব্য তালিকা তৈরি করা হতে পারে বলে খবর৷ ২৯৪টি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করতে পৃথক পৃথক রিপোর্ট তৈরি করার চিন্তাভাবনা শুরু করেছে বিজেপি৷ বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে বিজেপির হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে খবর৷

পৃথক পৃথক রিপোর্টের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করা হতে পারে৷ এলাকাভিত্তিক পৃথক রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত তালিকা অনুমোদন দেওয়া হতে পারে বলে খবর৷ মূলত লোকসভা নির্বাচন ও তাঁর আগে কোন কোন নেতার নেতৃত্বে কর্মীরা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং আন্দোলনে অংশ নিয়েছেন তাঁদের নামের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে বলে খবর৷

লোকসভা নির্বাচনের সাফল্যের নিরিখে পুজোর পর থেকেই দলের নতুন করে দল সাজাতে চলেছে বিজেপি৷ যোগ্য প্রার্থী বাছাই থেকে রণকৌশল, সবকিছু নিয়েই জেলায় জেলায় জেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ বিভিন্ন জেলার পুরসভা নির্বাচনেও প্রার্থী তালিকা তৈরি পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি৷

দলের সাংগঠনিক নির্বাচন পর্ব মিটে গেলে বিজেপি নেতৃত্বস্তর থেকেই সংগঠন গোছানোর কাজ শুরু করে দেবে বলে খবর৷ অন্য দল থেকে আসা নেতাদের ব্যাপারে কর্মীদের সংবেদনশিল থাকা বিষয়েও বেশ কিছু বার্তা দেওয়া হতে পারে৷ এছাড়াও দেখে নেওয়া হতে পারে, পুরনো কর্মীদের সঙ্গে নতুনদের আদেও বনিবনা হচ্ছে কি না এবং নতুনদের দিয়ে ঠিক কীভাবে কাজে লাগানো যায়, তার নিয়ে শুরু হয়েছে পর্যালোচনা৷

সূত্রের খবর, এবার বিজেপি অরাজনৈতিক কিছু মুখে প্রার্থী তালিকায় জায়গা করে দিতে পারে৷ বিশেষ করে নজর দেওয়া হতে পারে অন্য পেশায় সফল ব্যক্তিদের৷ সেক্ষেত্রে জনপ্রিয় চিকিৎসক, আইনজীবী, অভিনেতাদের প্রার্থী তালিকায় স্থান দেওয়া হতে পারে৷ এছাড়াও সংখ্যালঘু ভোটব্যাঙ্কের দিকে লক্ষ্য রেখে বেশ কিছু চমক থাকতে পারে বিজেপির প্রার্থী তালিকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 13 =