পাটনা: বিহার বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বিজেপি৷ আইসিএমআরের অনুদোন মেলেই বিহারে সবার জন্য বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিল বিজেপি৷ একইসঙ্গে রাজ্যে ১৯ লক্ষ চাকরিরও প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম ব্রিগেড৷
তিন দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে বিহারে৷ প্রথম পর্বের প্রস্তুতি চলছে জোরদমে, হাতে আরমাত্র কয়েকটা দিন। তারপরেই প্রথম দফার ভোটগ্রহণ। সেই আবহেই এদিন ইস্তেহার প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশে নজির সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার। আমরা প্রস্তাব করেছি, আইসিএমআরের অনুদোন পেয়ে গেলেই রাজ্যের সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে৷’’ কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, ‘‘যখনই সাধারণের জন্য ব্যপক হারে টিকা তৈরির কাজ শুরু হবে, বিহারের সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে৷ নির্বাচনী ইস্তেহারে এটা আমাদের প্রথম প্রতিশ্রুতি৷’’
বিহারের প্রত্যেকটি মানুষ রাজনৈতিকভাবে সম্পর্শকাতর এবং জ্ঞানী বলে মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ তাঁর কথায়, ‘‘তাঁরা জানে এবং বুঝতে পারে, একটি দলের প্রতিশ্রুতি৷ যদি কেউ আমাদের ইস্তেহার নিয়ে প্রশ্ন তোলেন, আমরা সেই প্রশ্নের আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেব, আগের প্রতিশ্রুতি আমরা পালন করেছি৷’’ তাঁর মতে, এনডিএ সরকারের আমলে ব্যপক হারে বেড়েছে বিহারের জিডিপি৷ গত ১৫ বছরে এনডিএ শাসনকালে বিহারের জিডিপি ৩ শতাংশ থেকে বেড়ে ১১.৩ শতাংশ হয়েছে, যা তার আগের ১৫ বছরের জঙ্গলের রাজত্ত্বে হয়নি। নির্মলা সীতারামন বলেন, ‘‘এটা করা সম্ভব৷ কারণ, মানুষকে ভাল পরিষেবা দেওয়া আমাদের সরকারের অগ্রাধিকার৷ লালু প্রসাদ যাদবের ১৫ বছরের শাসনে রাজ্যের ৩৪ শতাংশ মানুষের পাকা বাড়ি হয়েছে৷ তবে গত ১৫ বছরে রাজ্যের ৯৬ শতাংশ মানুষকে পাকা বাড়ি দেওয়া হয়েছে৷’’
শুধুমাত্র বিনামূল্যে কোভিড টিকাই নয়, বিহারে ১৯ লক্ষ চাকরিরও প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির৷ সব ভোটারদের কাছে এনডিএকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানিয়ে নির্মলা সীরাতামন বলেন, ‘‘আগামী ৫ বছরের নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন। তাঁর নেতৃত্বে বিহার একটি উন্নয়নশীল রাজ্যে পরিণত হয়েছে৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত প্রকল্পের কথাও তুলে ধরা হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের ইস্তেহারে।
২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে জোট করে লড়াইয়ের ময়দানে নেমেছে বিজেপি এবংনীতীশ কুমারের দল জেডিইউ। ১২২টি আসসে জেডিইউ এবং ১২১টি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বীতা করছে। গেরুয়া ব্রিগেডের আগেই ইস্তেহার প্রকাশ করেছে মহাজোটের রাজনৈতিক দল, কংগ্রেস, আরজেডি, ও বামগুলি। বুধবার ইস্তেহার প্রকাশ করেছে প্রয়াত রামবিলাস পাশোয়ানের দল লোকজনশক্তি পার্টি। করোনা নিয়ে লড়াই করছে সারা দেশ। টিকার অপেক্ষায় দেশের আম জনতা। সেই পরিস্থিতিতে শুধুমাত্র নির্বাচনী সাফল্য পেতে বিহারের জন্য বিনামূল্যে টিকার প্রতিশ্রুতি দেওয়ায় বিষ্ময় প্রকাশ করেছেন অনেকেই।