বারাকপুর: সংখ্যার ভিত্তিতে আগেই দখল হয়েছিল পুরসভা৷ এবার, আনুষ্ঠানিক ভাবে ভাটপাড়া পুরসভা দখল নিল বিজেপি৷ আজ ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদে নির্বাচন হলেন অর্জুন সিংহের ভাইপো সৌরভ সিং৷ আজ, ৩৪ জনের মধ্যে ২৭ জন কাউন্সিলার বিজেপিকে সমর্থন জানান৷ ২৭ জন কাউন্সিলরের সমর্থন পেয়ে চেয়ারম্যান পদে বসেন সৌরভ সিং৷
অর্জুন সিং সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন৷ তিনি কাউন্সিলার পদ থেকে ইস্তফাও দিয়েছেন৷ ফলে, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদে কে পাবেন, তা নিয়ে শুরু হয় চর্চা৷ চেয়ারম্যান হিসাবে অর্জুন সিংয়ের ভাইপোর নাম উঠে আসে৷ সেই ভিত্তিতে আজ সৌরভকে সমর্থন জানান ২৭ কাউন্সিলর৷
ভাটপাড়া পুরসভায় মোট ৩৫টি আসন রয়েছে৷ তার মধ্যে একজন কাউন্সিলারের মৃত্যু হয়েছে৷ সিপিএমের ১টি, বাকি সব আলন ছিল তৃণমূলের৷ অর্জুন সিং এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন৷ অর্জুন বিজেপিতে যোগদান দিতেই অর্জুনের বিরুদ্ধে অনাস্থা আনা হয়৷ গত ৮ এপ্রিল ২২ জন তৃণমূল কাউন্সিলার অর্জুনকে অপসারণ করেন৷ অর্জুনের পক্ষে ভোট দেন ১১ জন কাউন্সিলার৷ এরপর রাজনৈতিক সমীকরণ একেবারে উল্টে যায়৷ তৃণমূলে থাকা কাউন্সিলার গেরুয়া শিবিরে নাম লেখান৷ এখন ভাটপাড়া পুরসভায় বিজেপির কাউন্সিলারের সংখ্যা ২৬৷