কী করছে গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড? প্রশ্ন তুলে মমতাকে স্বপন চিঠি

কী করছে গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড? প্রশ্ন তুলে মমতাকে স্বপন চিঠি

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ দীর্ঘ লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি৷ প্রভাব পড়েছে রাজ্যেও৷ কাজ হারিয়ে বাড়ি ফিরছেন বহু পরিশ্রমিক৷ ধুঁকছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড ফর COVID রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল’ গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত৷ মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন চিঠি৷ তুলেছেন গুরুতর প্রশ্ন৷

করোনা আবহে রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত গ্লোবাল অ্যাডভাইজরি কমিটি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বিজেপি রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মাস খানেক আগে আপনি গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড তৈরি করেছিলেন৷ বিভিন্ন সংবাদমাঘ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল৷ ডিজিটাল মিডিয়ায় এই নিয়ে ব্যাপক প্রচার চালানো হয়৷ এই কঠিন সময়ে সরকারি টাকা খরচ করে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল৷ সরকারিভাবে সাংবাদিক বৈঠক করে এই বোর্ড গঠনের ঘোষণা করেছিলেন আপনি৷ মনে হয়, ওই বোর্ড গঠনেরকথা বিস্মৃত হয়েছেন আপনি৷ তাই স্মরণ করিয়ে দিতে চাই, এখনও পর্যন্ত ওই বোর্ডের কি কোনও বৈঠক হয়েছে? কোন ভিডিও কনফারেন্স হয়েছে? সাধারণ মানুষ জানতে পারলে খুশি হবে, এই বোর্ডের কোন বৈঠক হয়েছে কিনা৷ বৈঠক হয় থাকলে সেখানে কী আলোচনা হয়েছে? কোনও প্রস্তাব কি দেওয়া হয়েছে? তা জানানো হোক সর্বসমক্ষে৷

দীর্ঘ লকডাউনে আর্থিক ক্ষয়ক্ষতি, পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার৷  ৬ এপ্রিল নবান্নে কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বোর্ডের সদস্য করা হয় নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে৷ কমিটি ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানান, করোনা পরিস্থিতি মোকাবিলা করে রাজ্যের আর্থিক উন্নতির জন্য গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড ফর COVID রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল তৈরি করেছি৷ মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া ওই কমিটিতে অভিজিৎবাবু ছাড়াও কমিটির সদস্য করা হয়েছে চিকিৎসক স্বরূপ সরকার, চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও সুকুমার মুখোপাধ্যায় পরামর্শ দেবেন বলে জানানো হয়৷ এবার এই কমিটিকে নিয়ে উঠে গেল প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =