ফের বাঁধনছাড়া দিলীপ! এবার প্রকাশ্যে ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি

ফের বাঁধনছাড়া দিলীপ! এবার প্রকাশ্যে ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি

কলকাতা:  রাজ্য রাজনীতিতে স্বকীয় ভঙ্গিমায় সংবাদের শিরোনামে থাকেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বেশিরভাগ ক্ষেত্রেই বিস্ফোরক এবং উসকানিওমূলক মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেন এই গেরুয়া নেতা। এর জন্য বিরোধী তো বটেই, নিজের দলের কাছেও অসন্তোষের কারণ হয়েছেন তিনি। আবারও বিতর্কিত কাজ করলেন তিনি। এবার অবশ্য কোনও জনসভায় গরম গরম বক্তব্য নয়, নিজের টুইটার পোস্ট নিয়ে বিতর্কের সূত্রপাত করলেন তিনি।

১৮ জুন রাত ১০টা ৪৪ মিনিট নাগাদ তিনি নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে কালো ব্যাকগ্রাউন্ডে রয়েছে হলুদ রঙের পশ্চিমবঙ্গের একটি মানচিত্র। আর একপাশে লেখা ‘বদলাও হবে, বদলও হবে।’ প্রসঙ্গত, ৩৪ বছর বাম শাসনের পর ‘পরিবর্তন’ শব্দটিকে স্লোগান বানিয়ে ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বার, ‘বদল’ শব্দটিকে পাথেয় করে রাজ্য রাজনীতিতে জায়গা নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সেখানে ‘বদলা’ শব্দটিকে জুড়ে দিয়ে বিতর্ক খাড়া করলেন দিলীপ। প্রকাশ্যেই হিংসা ছড়াচ্ছেন তিনি, বলে মত রাজনীতিকদের। বলা বাহুল্য, তাঁর এই টুইটের প্রত্যুত্তরে পক্ষে বিপক্ষে শয়ে শয়ে রি-টুইট জমা হয়েছে।

উসকানিমূলক মন্তব্য করে ‘খ্যাতি’ অর্জন করা দিলীপ ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মশকরা কম হয় না। এই টুইটও তার ব্যতিক্রম হয়নি। যেমন এক ব্যক্তি একটি দু’ টাকার কয়েনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই নিন আপনার পোস্টের পারিশ্রমিক।’ আবার অনেকে পক্ষেও নানা মন্তব্য করেছেন। তবে সরাসরি বদলা শব্দটিকে উপস্থাপন করায় সিংহভাগ মানুষের নিন্দার পাত্র হয়েছেন দিলীপ তা বলাই বাহুল্য। এ নিয়ে তৃণমূল শিবির থেকে কোনও মন্তব্য এখনও সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *