যেন নন্দীগ্রাম! করোনার লাশ চুরি করছে তৃণমূল, বিস্ফোরক দিলীপ

যেন নন্দীগ্রাম! করোনার লাশ চুরি করছে তৃণমূল, বিস্ফোরক দিলীপ

কলকাতা: সিপিএমের আমলে নন্দীগ্রামের মত লাশ গায়েব হচ্ছে। তৃণমূল করোনার মৃতদের সম্মান তো দিচ্ছেই না, লাশ চুরি করা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷

‘স্লোগান দেব এগিয়ে বাংলা। আর কাজের বেলায় সব জায়গায় পিছিয়ে বাংলা৷’ বলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর বক্তব্য, “অবাক হয়ে গেলাম। এখানে যে পিপিই এসেছে, তার সংখ্যা বিভিন্ন রকম শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন তিন লক্ষ ৪০ হাজার পিপিই এসেছে। সরকারের ওয়েবসাইতে দেখান হয়েছে দুই লক্ষ ৯২ হাজার পিপিই এসেছে। কোর্টে এডভোকেট জেনারেল তথ্য দিয়েছেন, তাঁরা দুই লক্ষ ৫২ হাজার পিপিই পেয়েছেন। কোনটা ঠিক?”

দিলীপের আরও বক্তব্য, “সরকারের এক একটি দফতর থেকে এক এক রকম কথা কেন। রাজ্যে যথেষ্ট পরিমাণ মাস্ক, পিপিই এসেছে। কিন্তু, ডাক্তার-নার্সরাই তা পাচ্ছেন না। বর্ষাতি পরে ডিউটি করতে হচ্ছে। তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন। তাঁরা ডিউটিতে আসছেন না। সেলফ কোয়ারেন্টিনে চলে যাচ্ছেন। হাসপাতাল বন্ধ করে দিতে হচ্ছে। আগামী দিনে কী হবে? মুখ্যমন্ত্রী চালাকি করে মিথ্যা কথা বলছেন। মৃতের সংখ্যা নিয়েও তার বিশেষজ্ঞ কমিটি এক রকম বলছেন, মুখ্যসচিব এক রকম বলছেন। এক জায়গায় শবদেহ অন্য জায়গায় সৎকার করা হচ্ছে। সেখানে পাবলিক বাধা দিচ্ছে।”

দিলীপের মতে, “পরীক্ষা করা হচ্ছে না। টেস্ট কিট পরে আছে। কার স্বার্থে কিট পড়ে আছে? মৃতদেহ লুকিয়ে ফেলা হচ্ছে। রেকর্ড রাখা হচ্ছে না। পশ্চিমবঙ্গে ১০ লক্ষে ৩৯ জনের পরীক্ষা করা হচ্ছে। জাতীয় গড় ১৯৮। এক একটা হাসপাতালে ১০-১২ জন করে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। সেটা স্বীকার করা হচ্ছে না। কোন হাসপাতালে কতজন মারা গিয়েছে বলা হচ্ছে না। যা মৃত্যু দেখান হয়েছে কমপক্ষে তার চারগুন মৃত্যু হবেই। লাশ গায়েব করে দেওয়া হচ্ছে। সিপিএমের আমলে নন্দীগ্রামের মত লাশ গায়েব হচ্ছে। তৃণমূল করোনার মৃতদের সম্মান তো দিচ্ছেই না, লাশ চুরি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 7 =