‘মেয়র শোভন’ তৃণমূলে ফেরার আগেই পুরসভা অভিযান বিজেপির

কলকাতা: রাজ্য বিজেপি ইতিমধ্যেই লালবাজার অভিযান করেছে৷ এবার কলকাতা পুরসভা অভিযানের পথে বিজেপি৷ কলকাতা পুরসভার বিভিন্ন এলাকাতে ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গিয়েছে৷ হাসপাতাল গুলিতেও ডেঙ্গু রুগীর সংখ্যা বাড়ছে৷ এই পরস্থিতিতে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি৷ বিজেপির অন্যতম প্রধান প্রশ্ন, ন্যাশনাল আরবান হেলথ মিশন থেকে প্রাপ্ত টাকার একটি অংশ পুজো মণ্ডপে ডেঙ্গির প্রচারের জন্য

‘মেয়র শোভন’ তৃণমূলে ফেরার আগেই পুরসভা অভিযান বিজেপির

কলকাতা: রাজ্য বিজেপি ইতিমধ্যেই লালবাজার অভিযান করেছে৷ এবার কলকাতা পুরসভা অভিযানের পথে বিজেপি৷

কলকাতা পুরসভার বিভিন্ন এলাকাতে ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গিয়েছে৷ হাসপাতাল গুলিতেও ডেঙ্গু রুগীর সংখ্যা বাড়ছে৷ এই পরস্থিতিতে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি৷ বিজেপির অন্যতম প্রধান প্রশ্ন, ন্যাশনাল আরবান হেলথ মিশন থেকে প্রাপ্ত টাকার একটি অংশ পুজো মণ্ডপে ডেঙ্গির প্রচারের জন্য পুরস্কার বাবদ দেওয়া হয়েছে৷ কিন্তু নিট ফল শূন্য৷ অন্যদিকে শুধু ডেঙ্গিই নয় – অন্যান্য অনেক বিষয় এই অভিযানের ইস্যু৷ অপরিচ্ছন্ন শহর এবং বিভিন্ন এলাকায় পৌর প্রতিনিধিদের বিরুধ্যে ক্ষোভের আগুনকে পুঁজি করে পুরসভায় বিক্ষোভ দেখাবে বিজেপি৷

এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন ঘটেছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় আবার শোভন চট্টোপাধ্যায়কে ভাইফোঁটা দিয়েছেন৷ তৃণমূল কংগ্রেসে ফের জল্পনা, শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই আগামী ২০২০ কলকাতা পুরসভার নির্বাচনে লড়াই করবে তৃণমূল৷ পাশাপাশি তৃণমূলে ফিরে পেতে পারেন মন্ত্রীত্বও৷

কিন্তু খাতায় কলমে শোভন এখন বিজেপিতে আছেন৷ তিনি অফিসিয়ালি বিজেপিতে ফেরেননি৷ অনেকেই আলোচনা শুরু করেছেন, তৃণমূলে হয়ে ফের শোভন মেয়র হিসাবে ফিরে যাওয়ার আগেই কলকাতা পুরসভা অভিযান সেরে রাখল বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 13 =