পাণ্ডুয়া: ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশের পক্ষে বিজেপিকে বিপজ্জনক বলে মন্তব্য করলেন তিনি৷ কেন্দ্রের শাসকদলকে ৪৪০ ভোল্টের সঙ্গে তুলনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, দেশের পক্ষে বিপজ্জনক গেরুয়া শিবির।
শনিবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না দে নাগের সমর্থনে প্রচার সভায় যোগ দেন তৃণমূল নেত্রী। সেখানেই তিনি বলেন, “আমি নিশ্চিত করে বলছি, তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের কোনও ক্ষতি হবে না৷’’ মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখান করারও আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো।
চলতি লোকসভা নির্বাচনকে বিজেপি সরকারের উতখাতের ভোট বলে মন্তব্য করে তৃণমূল নেত্রী আরও বলেন, ‘‘দ্বিতীয়বার ক্ষমতায় এলে দেশকে শেষ করে দেবে নরেন্দ্র মোদি ও বিজেপি৷ ৪৪০ ভোল্টের মতো বিজেপি দেশের পক্ষে বিপজ্জনক৷’’ তাঁর অভিযোগ, বহু কৃষক আত্মহত্যা করেছেন ও হাজার হাজার বেকার যুবক চাকরি পাননি। পাশাপাশি গ্যাস, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকারের দিকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়৷