কলকাতা: রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় হোক কিংবা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজ্যের বিরুদ্ধে একের পর এক তীর্যক মন্তব্য করেছিলেন রাজ্যপাল৷ রাজ্যপালের তির্যক মন্তব্যকে কেন্দ্র তাঁর ‘সক্রিয়তা’ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিল শাসক তৃণমূল৷ এবার তৃণমূলের সেই ‘নিরপেক্ষ’ তত্ত্বে আরও একবার খুঁচিয়ে তুলল বিধাননগরের প্রাক্তন মেয়র বিজেপি নেতা সব্যসাচীর পুজো৷
সূত্রের খবর, বিজেপি নেতা সব্যসাচী দত্তের কালীপুজো উদ্বোধন করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ শনিবার সন্ধ্যায় বিধাননগরের মৈত্রী সংঘের কালীপুজোয় তাঁর উপস্থিত থাকার কথা বলে বলে দাবি ক্লাবকর্তৃপক্ষের৷
কয়েকদিন আগেই রাজভবনে এসে রাজ্যপালকে মৈত্রী সংঘের কালীপুজোর উদ্বোধনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সব্যসাচী৷
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় তিনি পুজো উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন৷ শনিবার সন্ধ্যায় সাত’টা নাগাদ বিধাননগরের কালীপুজোর উদ্বোধন হওয়ার কথা৷ এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বড়বাজারে আরও এক বিজেপি নেতার কালীপুজোর উদ্বোধন করেন রাজ্যপাল৷ তবে সব্যসাচী দত্তের পুজোর উদ্বোধন স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নয়া বিতর্ক৷
এদিকে, রাজ্যপালকে নিজের বাড়িতে পুজোতে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকি তাঁকে ভাইফোঁটা দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে তিনি৷ তবে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির পুজোতে বা ভাইফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যপাল যাবেন কি না, তা এখনও জানা যায়নি৷