কলকাতা: রেলের বোর্ডের কমিটির সদস্যপদ দেওয়ার অভিযোগে ৪৬ লক্ষ টাকার প্রতণা৷ ২০১৫ সালের মামলার বিরুদ্ধে বিজেপি নেতা বাবার ঘোষ গ্রেপ্তার৷ বিজেপি নেতার বেগবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে খবর৷ স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷
বিজেপির মজদুর ইউনিয়নের সভাপতি বাবানের বিরুদ্ধে ৪৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে৷ জানা গিয়েছে, ওই ব্যবসায়ীকে রেলের বোর্ডের কমিটির সদস্যপদ নেওয়ার নাম করে মুকুল রায়ের নাম ভাঁড়িয়ে ৪৬ লক্ষ টাকা হাতিয়ে দেন বিজেপি নেতা৷ ২০১৫ সালে ডিসেম্বরের এই ঘটনায় আজ বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে৷ জানা গিয়েছে, এই বাবানের হাত ধরেই টলিপাড়ায় পা রেখেছে বিজেপি৷ জানা গিয়েছে, বাবানের পাশাপাশি মুকুল রায়ের নামেও দায়ের হয়েছে এফআইআর৷ আজ ধৃতকে আদালতে তোলা হচ্ছে৷ বিজেপি নেতার গ্রেপ্তারি প্রসঙ্গে এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ সূত্রের খবর, এই প্রতারণা মামলায় এবার মুকুলের বিরুদ্ধে অভিযানে নামতে পারে পুলিশ৷ এর আগে বড়বাজার থানায় আরও একটি প্রতারণা মামলা রয়েছে মুকুল রায়ের৷ সেই মামলায় জামিন মিললেও নতুন করে অস্বস্তিতে পড়তে চেলেছে মুকুল, মত পর্যবেক্ষক মহলের৷