আজ বিকেল: কয়লা মাফিয়াদের টাকায় বাংলায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি। এদিন আসানসোলের মাটি থেকে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুনমুন সেনকে আসানসোলের প্রার্থী করার পর সেখানকার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় কম কটাক্ষ করেননি। কখনও মুনমুনের সাজগোজ নিয়ে কখনও বা মমতার বিচক্ষনতা নিয়ে। এদিন এক এক করে সব কটা কটাক্ষের প্রত্যুত্তোর দিলেন তিনি।
সুযোগ পেলেই বাবুল কয়লা মাফিয়াদেরসঙ্গে তৃণমূলের যোগসাজশের প্রসঙ্গ তুলে খোঁচা মেরেছেন।তৃণমূলনেত্রীকে কুকুরও বলেছেন বিজেপি প্রার্থী। এদিন মমতা মুনমুন সেনের হয়ে ভোট চাইতে গিয়ে বলেন, বিজেপি আসানসোলের মাটিতে কয়লা মাফিয়াদের টাকায় পুষ্ট হয়ে বিভেদের রাজনীতি করছে। তাই বাবুলকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। এলাকার সাসংদ বাংলার সংস্কৃতি জানেন না। তাই বাংলায় অশান্তি ছড়াচ্ছেন। আসানসোলের মানুষ ঐক্যবদ্ধ, এখানে বিভাজন ঘটাচ্ছেন সাংসদ , তিনি প্রচণ্ড উদ্ধত, মুখের ভাষা অত্যন্ত খারাপ। এমন প্রার্থীকে এবার হারাতেই হবে।