Aajbikel

পুজোর লড়াই পিছিয়ে পড়েছে বিজেপি! হাইকোর্টে ধাক্কা রাজ্যের!

 | 
পুজোর লড়াই পিছিয়ে পড়েছে বিজেপি! হাইকোর্টে ধাক্কা রাজ্যের!

দেবময় ঘোষ:   বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে রাজ্যে দুর্গাপুজো আয়োজনের জন্য পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা বরাদ্দ করার কারণ জানতে চেয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে জানতে চায় অন্যান্য উৎসবগুলিতে রাজ্য সরকার একইরকম আর্থিক সহায়তা করে কি না। সৌরভ দত্ত নামে এক সিটু নেতার মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানতে চায়, ইদ বা অন্যান্য উতসবগুলিতেও কী রাজ্য সরকারের একই ভূমিকা থাকে। রাজ্য সরকার কী ওই খরচের কোনও নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, করোনা মোকাবিলায় মুখের মাস্ক এবং স্যানিটাইজার কেনার জন্য ৩৭ হাজার পুজো কমিটিকে ওই অর্থ সাহাজ্য করা হয়েছে।

রাজনীতির ময়দানে অন্যযুক্তি ভেসে বেরাচ্ছে। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা দুর্গাপুজো ক্লাবগুলির জন্য ১০ হাজার টাকা ঘোষণা করেছিলেন, যা ২০১৯ সালে বেড়ে হয় ২৫০০০ টাকা। তা, এবছর ৫০ হাজার টাকা করা হয়েছে। ২০১৮ সালেই সরকারের এই সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়কে খুশি করার চেষ্টায় মমতার সরকার সচেষ্ট হয় তখন, যখন তার এবং তার সরকারের বিরুদ্ধে হিন্দু বিরোধী তকমা সাঁটা শুরু হয়। রাজ্য ৩২ শতাংশ সংখ্যালঘু ভোটারের সিংহভাগ মমতার প্রতি আনুগত্য দেখিয়েছে। ইমাম, মোয়াজ্জেম ভাতা বিতর্ক তুলেছে। প্রধান বিরোধী ( বিধানসভায় সংখ্যার বিচারে না হলেও) বিজেপি মমতার সংখ্যালঘু-প্রীতিকে তোষণের তকমা দিয়েছে। রাজনীতির ময়দানে এই রণনীতি নিয়ে রাজ্যের ভোটকে ধর্মীয় মেরুকরণের বিচারে ভাগ করতে অনেকখানি সফল হয়েছে বিজেপি।

মমতা জানেন হিন্দু বাঙালি পরিবারে দুর্গা পুজোর গুরুত্ব কতটা বেশি। সম্প্রতি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের একটি সিদ্ধান্ত রাজ্য বিজেপিকে পুজো রাজনীতিতে অনেকটা পিছনে ফেলে দিয়েছে।  উত্তরপ্রদেশে বারোয়ারি পুজো বন্ধ করে দিয়েছে যোগী সরকার। পুজো করা যাবে বাড়িতে।  এদিকে দশেরা রামলীলার জন্য রয়েছে অনুমতি। মমতা এই সুযোগটি ছাড়বেন কেন। বিজেপি যে বাঙালি বিরোধী তা তিনি অনেকদিন ধরেই প্রমাণ করতে চাইছিলেন। সে সুযোগ তিনি পেয়েছেন পুরোপুরি। এমনকি বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত যোগী সরকারের এই সিদ্ধান্ত বিরোধীতা করেছেন।  ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস। পুজোয় বাঙালিদের জন্য বিশেষ বার্তা দেবেন প্রধান নরেন্দ্র মোদী।  কলকাতা ভার্চুয়াল পুরো উদ্বোধনও করবেন।  

Around The Web

Trending News

You May like