দলের প্রচারে সংবাদপত্র খুলছে বঙ্গ বিজেপি

কলকাতা: তৃণমূলকে বিঁধতে এবার ‘জাগো বাংলা’র ধাঁচে দলীয় মুখপত্র আনছে বঙ্গ বিজেপি৷ বাংলার মানুষের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে আত্মপ্রকাশ হতে হবে বিজেপির মুখপত্র৷ ‘ভারতীয় জনবার্তা’ নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত করতে পারে বিজেপি৷ জানা গিয়েছে, তৃণমূলের জাগো বাংলার মতো সাপ্তাহিক পত্রিকা আনতে পারে৷ তবে, সিপিএমের মুখপত্র গণশক্তিকে টেক্কা

দলের প্রচারে সংবাদপত্র খুলছে বঙ্গ বিজেপি

কলকাতা: তৃণমূলকে বিঁধতে এবার ‘জাগো বাংলা’র ধাঁচে দলীয় মুখপত্র আনছে বঙ্গ বিজেপি৷ বাংলার মানুষের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে আত্মপ্রকাশ হতে হবে বিজেপির মুখপত্র৷

‘ভারতীয় জনবার্তা’ নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত করতে পারে বিজেপি৷ জানা গিয়েছে, তৃণমূলের জাগো বাংলার মতো সাপ্তাহিক পত্রিকা আনতে পারে৷ তবে, সিপিএমের মুখপত্র গণশক্তিকে টেক্কা দেওয়ার দক্ষতা এখনও পর্যন্ত তৃণমূলও দেখাতে পারেনি৷ গণশক্তি সিপিএমের মুখপত্র হলেও বাংলার প্রথম শ্রেণির দৈনিক হিসাবে আজও পরিচিত৷ তৃণমূলের তরফে ‘জাগো বাংলা’কে দৈনিক করার পরিকল্পনা নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা দিনের আলো দেখেনি৷ সপ্তাহিক হিসাবেই এখনও পরিচিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *