বাংলায় আসন বাড়ছে বিজেপির, কমতে পারে তৃণমূলের: সমীক্ষা

কলকাতা: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবে বাংলায় বেশ ভাল ফলাফল করতে পারে বিজেপি৷ থমকে যেতে পারে তৃণমূলের বিজয় রথ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪২-এ ৪২-এর টার্গেট পূরণ নাও হতে পারে বলে জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও ও ভিএমআর৷ প্রাক নির্বাচনী সমীক্ষার ফলাফল বলেছে, এরাজ্যে অভাবনীয় উত্থান ঘটাতে পারে বিজেপি৷ কমতে পারে তৃণমূলের

4b03d79fc339cf4a82f5b5e7b92e3bda

বাংলায় আসন বাড়ছে বিজেপির, কমতে পারে তৃণমূলের: সমীক্ষা

কলকাতা: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবে বাংলায় বেশ ভাল ফলাফল করতে পারে বিজেপি৷ থমকে যেতে পারে তৃণমূলের বিজয় রথ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪২-এ ৪২-এর টার্গেট পূরণ নাও হতে পারে বলে জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও ও ভিএমআর৷ প্রাক নির্বাচনী সমীক্ষার ফলাফল বলেছে, এরাজ্যে অভাবনীয় উত্থান ঘটাতে পারে বিজেপি৷ কমতে পারে তৃণমূলের আসন৷

কী বলছে টাইমস নাও ও ভিএমআরের সমীক্ষা? প্রাক নির্বাচনী সমীক্ষার রিপোর্ট বলছে, এবারের লোকসভা নির্বাচনে উল্কার গতিতে বাংলায় ১১টি আসন পেতে পারে বিজেপি৷ গতবারের তুলনায় ৩টি আসন কম পেতে পারে তৃণমূল৷ ৩১টি আসনের কাছাকাছি থাকতে পারে তৃণমূলের বিজয় রথ৷

মূলত, তৃণমূল-বিজেপির সঙ্গে লড়াই হলেও বাম-কংগ্রেস এবার খাতা খুলতে পারবে না বলে আভাস মিলেছে৷ বাম-কংগ্রেস খাতা খুলতে না পারলেও তৃণমূলের ৪২-এ ৪২ ও বিজেপির ২৩ আসনের টার্গেট অধরা থেকে যেতে পারে বলে সমীক্ষায় জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *