‘জওয়ানদের রক্তে রাজনীতি করছে বিজেপি, রাজ্যে দাঙ্গা করতে দেব না’

হাওড়া: জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি হচ্ছে। হাওড়ার সাঁতরাগাছিতে রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসে গিয়ে এভাবেই মোদিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্ববিদ্যালয় ও ৩০টি হেলিপ্যাড-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি ছিল। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ফের একটি স্বাস্থ্যভবন তৈরি করা হবে। নতুন ভবনের জন্য নবান্নের পিছনে তিন একর জায়গাও নির্বাচন করা হয়ে গিয়েছে। রাজ্যের উন্নয়নের খতিয়ান

‘জওয়ানদের রক্তে রাজনীতি করছে বিজেপি, রাজ্যে দাঙ্গা করতে দেব না’

হাওড়া: জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি হচ্ছে। হাওড়ার সাঁতরাগাছিতে রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসে গিয়ে এভাবেই মোদিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্ববিদ্যালয় ও ৩০টি হেলিপ্যাড-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি ছিল। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ফের একটি স্বাস্থ্যভবন তৈরি করা হবে। নতুন ভবনের জন্য নবান্নের পিছনে তিন একর জায়গাও নির্বাচন করা হয়ে গিয়েছে। রাজ্যের উন্নয়নের খতিয়ান দিতে দিতেই মোদিকে একহাত নেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, “বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন হচ্ছে। তবে তার জন্য আলাদাভাবে প্রচারের দরকার নেই, কাজ করে গেলেই হল। আমি তো আর মোদির মতো বাথরুম উদ্বোধনে যাই না।” একই সঙ্গে পুলওয়ামা কাণ্ড নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। জওয়ানদের নিয়ে রাজনীতি করছে বিজেপি। তাঁর অভিযোগ, গুগলে সার্চ করে আমার ধর্ম যাচাই করা হচ্ছে। আমার ধর্ম মানবতা। মানবতা জানো? আমি দাঙ্গা করতে দেব না, কিছুতেই না। নোটবাতিল করেদেশের অর্থনীতিকে পথে বসিয়ে দিয়েছে এই সরকার। বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে। দুকোটি ছেলেমেয়ে চাকরি খুইয়েছে।এখন ভোটের আগে নতুন খেলা শুরু করেছেন। ধর্মীয় বিভাজন করে নাম কেনা, কিছুতেই হতে দেব না। মোদিবাবু অমিতবাবুর সাইনবোর্ড উঠিয়েই ছাড়ব।

এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষকে কেন্দ্র করে রাজ্য বিজেপি শিবিরে উত্তেজনা ছড়িয়েছে। নাম না করে এক বিজেপি নেতা জানিয়েছেন, প্রধান মন্ত্রীর স্বচ্ছ ভারত প্রকল্প নিয়ে ঠাট্টা করছেন মমতা, কিন্তু মোদি যে বাথরুম উদ্বোধনে গিয়েছেন তার প্রমাণ দেখান। তবে দিদির অনুপ্রেরণায় এরাজ্যে সুলভ তৈরি হয়েছে এমন প্রমাণের শেষ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + six =