বিধানসভায় শক্তি বাড়াল বিজেপি, নতুন দলনেতার নাম ঘোষণা

কলকাতা: বিধানসভায় বিজেপি দলনেতা নির্বাচিত হলেন বিধায়ক মনোজ টিগ্গা৷ মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষ সাংসদ হওয়ায় নতুন করে দলনেতা নির্বাচন করা জরুরি হয়ে পড়ে৷ বিধানসভায় দলনেতা নির্বাচনের পাশাপাশি দলের মুখ্য সচেতকের নাম ঘোষণা করা হয়েছে৷ দলের মুখ্য সচেতক পদের দায়িত্ব পেয়েছেন বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকার৷

626e3b2ffcb7ab96c404a53548029e3d

বিধানসভায় শক্তি বাড়াল বিজেপি, নতুন দলনেতার নাম ঘোষণা

কলকাতা: বিধানসভায় বিজেপি দলনেতা নির্বাচিত হলেন বিধায়ক মনোজ টিগ্গা৷ মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষ সাংসদ হওয়ায় নতুন করে  দলনেতা নির্বাচন করা জরুরি হয়ে পড়ে৷

বিধানসভায় দলনেতা নির্বাচনের পাশাপাশি দলের মুখ্য সচেতকের নাম ঘোষণা করা হয়েছে৷ দলের মুখ্য সচেতক পদের দায়িত্ব পেয়েছেন বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকার৷ ২০১৬ সালে বিজেপির তিন জন বিধায়ক জয়ী হয়েছিলেন৷ লোকসভার সঙ্গে রাজ্যে ছ’টি বিধানসভা আসনে উপ-নির্বাচন নেওয়া হয়৷ ছ’টির মধ্যে চারটি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ জুয়েল মুর্মু, নীরজ জিম্বা,  আশিসকুমার বিশ্বাস ও পবনকুমার সিং জয়ী হয়েছেন৷ এছাড়াও, পাঁচ জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছে৷ ফলে, এবারের বিধানসভা অধিবেশনে বেশ খানিকটা শক্তি বাড়িয়ে ফেলেছে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *