বাংলায় আরও শক্তি বাড়াল বিজেপি, তৃণমূল দুর্গেও প্রভাব!

কলকাতা: শাসক তৃণমূলের ‘রক্তচাপ’ বাড়িয়ে রকেট গতিতে বেড়েছে বিজেপি৷ সেই প্রমাণ লোকসভা নির্বাচনেও পাওয়া গিয়েছে কিছুটা৷ এবার লোকসভা পরবর্তী সময়ে বিজেপির উত্থানের ধারাবাহিকতা আরও খানিকটা বজায় রাখল গেরুয়া শিবির৷ জানা গিয়েছে, বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে আবেদনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৭৬ লক্ষের উপর৷ বিজেপি দপ্তরের দেওয়া তথ্য বলছে, গত ৬ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ৭৬

d50a127ed08020a8e43352a55c0ad882

বাংলায় আরও শক্তি বাড়াল বিজেপি, তৃণমূল দুর্গেও প্রভাব!

কলকাতা: শাসক তৃণমূলের ‘রক্তচাপ’ বাড়িয়ে রকেট গতিতে বেড়েছে বিজেপি৷ সেই প্রমাণ লোকসভা নির্বাচনেও পাওয়া গিয়েছে কিছুটা৷ এবার লোকসভা পরবর্তী সময়ে বিজেপির উত্থানের ধারাবাহিকতা আরও খানিকটা বজায় রাখল গেরুয়া শিবির৷ জানা গিয়েছে, বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে আবেদনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৭৬ লক্ষের উপর৷ বিজেপি দপ্তরের দেওয়া তথ্য বলছে, গত ৬ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ৭৬ লক্ষ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন৷

জানা গিয়েছে, গত ২০১৩ সালের সংগ্রহ অভিযানের তুলনায় এবারে সদস্যসংখ্যা বিপুল হারে বেড়েছে৷ গত ২০১৩ সালে ৪৪ লক্ষ সদস্য সংখ্যা ছিল৷ এবার তা একলাফে বেড়ে ৭৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর থেকে সব থেকে ভাল প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷

তৃণমূলের খাস তালুক বলে পরিচিত কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায় বেশ সারা মিলেছে বলে বিজেপি সূত্রে খবর৷ আগামী ২০ আগস্ট প্রাথমিক সদস্যপদ শেষ হওয়ার কথা৷ ওই দিন ও মিসকল দিয়ে গেরুয়া শিবির অন্তর্ভুক্ত প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত৷ তার পরেই জানা যাবে আদতে মিসকল ও সদস্য সংগ্রহ অভিযানে কত সদস্য পেল বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *