সামনেই মিনি নির্বাচন! ঘুরে দাঁড়াবে বঙ্গ বিজেপি? নাকি ফের ভরাডুবি?

বাংলায়  মিনি নির্বাচন West Bengal Election চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কাটাছেঁড়া অব্যাহত। আগামী কয়েক মাস ধরে চলবে সেই বিশ্লেষণ। কিন্তু এরই মধ্যে বাংলায় হতে…

West Bengal election Exit polls India spark debate over accuracy, BJP leads in polls, but questions arise over methodology and reliability election analysis.

বাংলায়  মিনি নির্বাচন West Bengal Election

চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কাটাছেঁড়া অব্যাহত। আগামী কয়েক মাস ধরে চলবে সেই বিশ্লেষণ। কিন্তু এরই মধ্যে বাংলায় হতে চলেছে মিনি নির্বাচন পর্ব।

সেখানে ভাল ফল করে কী ঘুরে দাঁড়াতে পারবে বিজেপি? এই চর্চা অল্প বিস্তর হলেও শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরে। উল্লেখ্য আগামী ছয় মাসের মধ্যে রাজ্যে দশটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। সেগুলি হল মাদারিহাট, তালড্যাংরা, নৈহাটি, হাড়োয়া, সিতাই, মেদিনীপুর, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ
ও মানিকতলা বিধানসভা কেন্দ্র।

দুয়ারে উপনির্বাচন

কোচবিহার লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূলের জগদীশচন্দ্র বসুনিয়া সিতাইয়ের বিধায়ক ছিলেন। তাই সিতাই কেন্দ্রে উপনির্বাচন হবে। মাদারিহাটের বিজেপি বিধায়ক বিজেপির মনোজ টিগ্গা লোকসভায় জিতেছেন বলে ওই বিধানসভায় উপনির্বাচন হবে। একই কারণে বাকিগুলিতেও উপনির্বাচন হবে। তবে মানিকতলা কেন্দ্রের তৎকালীন তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে আসনটি খালি হয়ে আছে। আদালতে আইনি জটিলতার কারণে সেখানে উপনির্বাচন করা সম্ভব হয়নি। সম্প্রতি আইনি জটিলতা কেটে গিয়েছে। তাই মানিকতলাতেও উপনির্বাচন হবে।

হতাশ বিজেপির কর্মী-সমর্থকরা

লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। এই পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে দশটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। সেখানে নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে এর মধ্যে চারটি কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল। তাই উপনির্বাচনে সেগুলি ধরে রাখার পাশাপাশি নতুন কোনও কেন্দ্রে বিজেপি জিততে পারে কিনা, নাকি তৃণমূলের দাপট সেখানেও অব্যাহত থাকবে, তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।

উপনির্বাচনে ফলাফল

ঘটনা হল লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ৯০ টি বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস ১১ এবং বামেরা একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে। বাকি ১৯২টিতে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে বিজেপি চাইবে উপনির্বাচনে ভাল ফল করে রাজ্য রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিক হতে। সাধারণত উপনির্বাচনে শাসক দল বাজিমাত করে। যদিও বিপরীত উদাহরণও রয়েছে। কিন্তু লোকসভার ফলাফল রাজ্য বিজেপির মনোবলে যেভাবে ধাক্কা দিয়েছে তাতে কতটা তারা ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

এছাড়া ফলাফল খারাপ হতেই নতুন করে মাথাচাড়া দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। দিলীপ ঘোষ প্রতিদিনই রাজ্য নেতৃত্বের একাংশকে নাম না করে তীব্র আক্রমণ করছেন। সব মিলিয়ে বেসামাল বঙ্গ বিজেপি। তাঈ ‘মিনি নির্বাচনে’ বিজেপি কতটা দাগ কাটতে পারে এখন সেটাই দেখার।

Politics: Will BJP make a comeback in West Bengal through mini elections? Find out in this article.

মোদীকে নিয়ে তিতিবিরক্ত সংঘ! এবার কী কন্ট্রোলে আসবেন তিনি?

বাংলা থেকে মোদীর মন্ত্রী কে? এক নামেই জল্পনা শুরু

নিজের গড় ছাড়া অন্যত্র ফ্লপ! দিল্লিতে কী জবাব দেবেন শুভেন্দু?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *