ভারতমাতা’র হাতে উল্টো জাতীয় পতাকা বিজেপির, বিতর্কে সংকল্প যাত্রা

মেদিনীপুর: চলছে দেশ ভক্তির জিগির৷ ভারত-পাক সীমান্তে উত্তেজনা পৌঁছে গিয়েছে সোশ্যাল দুনিয়ার ওয়ালে৷ দেশপ্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্কের ঝড় যখন মধ্যগগণে, ঠিক তখনই প্রকাশ্যে উল্টো পতাকা হাতে সংকল্প যাত্রা করল বিজেপি৷ মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষকে সামনে রেখে গোটা বাংলাজুড়ে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করেছে বিজেপি৷ গান্ধীজির আদর্শকে জনসাধারণের মোনে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই যাত্রা বলে জানানো

ভারতমাতা’র হাতে উল্টো জাতীয় পতাকা বিজেপির, বিতর্কে সংকল্প যাত্রা

মেদিনীপুর: চলছে দেশ ভক্তির জিগির৷ ভারত-পাক সীমান্তে উত্তেজনা পৌঁছে গিয়েছে সোশ্যাল দুনিয়ার ওয়ালে৷ দেশপ্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্কের ঝড় যখন মধ্যগগণে, ঠিক তখনই প্রকাশ্যে উল্টো পতাকা হাতে সংকল্প যাত্রা করল বিজেপি৷

মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষকে সামনে রেখে গোটা বাংলাজুড়ে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করেছে বিজেপি৷ গান্ধীজির আদর্শকে জনসাধারণের মোনে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই যাত্রা বলে জানানো হয়েছে বিজেপির তরফ৷ কিন্তু সেই বিজেপির সংকল্প যাত্রায় ঘটল জাতীয় পতাকার অবমাননা! ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

জানা গিয়েছে, গত রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় সংকল্প যাত্রার সূচনা করে বিজেপি৷ বেলদা বাইপাস থেকে বেলদা বাস স্ট্যান্ড পর্যন্ত এই সংকল্প যাত্রায় করা হয়৷ সংকল্প যাত্রার শুরুতে বেশ কিছু শিশুকে ‘ভারতমাতা’ সাজিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা৷ কিন্তু প্রকাশ্যে মঞ্চে সামনে এক নাবালিকার হাতে উল্টো জাতীয় পতাকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ সংবর্ধনা মঞ্চে উল্টো জাতীয় পতাকা হাতে ‘ভারতমাতা’র ছবি ইতিমধ্যেই ভাইরাল৷

বিতর্ক দেখা দিতে বিজেপির বিরুদ্ধে আসরের নেমেছে বামফ্রন্ট৷ এই বিষয়ে বেলদার এক স্থানীয় নেতা জানিয়েছেন, ভাইরাল হওয়া ছবিতে নাবালিকার হাতে যে উল্টো পতাকা ধরানো হয়েছিল, তাতে ওই নাবালিকার কোন দোষ নেই৷ এই ঘটনার জন্য বিজেপির নেতা-কর্মীরা দায়ী৷ কারণ তাঁরা নিজেদের সব থেকে বড় দেশভক্ত বলে জাহির করে থাকেন৷ কিন্তু তাহলে কেন তাঁদের সংকল্প যাত্রায় উল্টো পতাকা দেখা গেল? নেতারা কি সেটা সংশোধন করে নিতে পারতেন না? এভাবে প্রকাশ্যে জাতীয় পতাকার অবমাননা কখনও মেনে নেওয়া যায় না বলেও জানানো হয়েছে বামফ্রন্টের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *