“অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে বিজেপি, বাংলায় এভাবে ভোট হয় না”

আজ বিকেল: ধর্মের নামে কেউ কেউ সৃষ্টিছাড়া বাঁধন হারা অত্যাচার করছে। সমাজকে কলঙ্কিত করার জন্য নতুন ধর্মের আমদানি করেছে। এই ধর্মের সঙ্গে হিন্দু, মুসলিম, শিখদের কোনও সম্পর্ক নেই। একটি রাজনৈতিক দল এই সৃষ্টিছাড়া দল মিথ্যে ধর্মের আমদানি করে অত্যাচার করছে যা বাংলা তথা ভারতের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না।এরা ফ্যাসিবাদী শক্তি। শিলিগুড়ির বাঘাযতিন পার্ক থেকে তোপ

“অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে বিজেপি, বাংলায় এভাবে ভোট হয় না”

আজ বিকেল: ধর্মের নামে কেউ কেউ সৃষ্টিছাড়া বাঁধন হারা অত্যাচার করছে। সমাজকে কলঙ্কিত করার জন্য নতুন ধর্মের আমদানি করেছে। এই ধর্মের সঙ্গে হিন্দু, মুসলিম, শিখদের কোনও সম্পর্ক নেই। একটি রাজনৈতিক দল এই সৃষ্টিছাড়া দল মিথ্যে ধর্মের আমদানি করে অত্যাচার করছে যা বাংলা তথা ভারতের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না।এরা ফ্যাসিবাদী শক্তি।

শিলিগুড়ির বাঘাযতিন পার্ক থেকে তোপ দাগেন মমতা। বলেন, রাজনৈতিকভাবে ভোট চান না কে বারণ করেছে। এটা তো বাংলার নির্বাচন নয় দিল্লির নির্বাচন।ভ্রষ্টাচার, অন্যায়, দূরাচার করছে বিজেপি। ধর্ম বেচে খাবেন না, ধর্মকে সম্মান করি। ধর্মকে নিয়ে রাজনীতি করতে নামি না, প্রয়োজন পড়ে না। ধর্মকে আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারে রাখি। নির্বাচনী বিধি জারি রয়েছে তারমধ্যে গদা নিয়ে বেরিয়ে পড়েছে ভোট চাইতে। কার মাথায় গদা ফাটাবে। বাংলায় এসব করে ভোট হয় না। গেরুয়ার নাম করে ভোট চাইছে। বিজেপিকে এদিন সৃষ্টিছাড়া বাঁধনহারা ভাঙামাছ বলে কটাক্ষ করেন তৃণমূলনেত্রী।

এদিন প্রচার সেরেই কলকাতার উদ্দেশে রওনা হবেন তৃণমূলনেত্রী। নববর্ষের সকালে কালীঘাটে পুজো দিয়ে ফের প্রচারের জন্য মালদা রওনা হয়ে যাবেন। উত্তরবঙ্গকে রেল থেকে রাস্তা, সাফারি পার্ক থেকে প্রশাসনিক ভবন, উৎকর্ষ বাংলা উন্নয়নের ফিরিস্তি দেন। এগিয়ে বাংলার উন্নয়ন। বিজেপি দুকোটি লোকের চাকরি কেড়ে নিলেও বাংলা ৪০ শতাংশ চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আগামীর ভোটারদের প্রতি প্রত্যাশা রেখেই দিল্লিতে সরকার গড়ার ডাক দেন মমতা। বলেন, গদিতে বসেই অত্যাচার আর সন্ত্রাস করছে মোদি। হিংসা ছড়ায়, সন্ত্রাস করে। নোটবন্দির নামে মানুষের টাকা লুট করেছে বিজেপি। সংখ্যালঘু ও তফসিল জাতি উপজাতিদের উপরে বৈষম্য। মোদি হিটলারের ভূমিকা পালন করছে। একটা করে ভোট মোদি তাড়াবার জোট। মোদিকে বিদায় না করলে সে সর্বস্বান্ত করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *