পরিস্থিতি বেগতিক! চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ছক কষা শুরু বিজেপির

চার রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Elections) যতই বিজেপিকে নিয়ে এতদিন মাতামাতি করা হোক না কেন, লোকসভা নির্বাচনের ফলাফল এটা স্পষ্ট করে দিয়েছে যে বিজেপির গত…

Assembly Elections

চার রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Elections)

যতই বিজেপিকে নিয়ে এতদিন মাতামাতি করা হোক না কেন, লোকসভা নির্বাচনের ফলাফল এটা স্পষ্ট করে দিয়েছে যে বিজেপির গত দশ বছরের রমরমা একটু হলেও কমেছে। যে দল ৪০০ আসনের স্বপ্ন দেখেছিল, তাদের এখন শরিকদের উপর ভর করে সরকার গড়তে হয়েছে। যে ঘটনায় বিজেপির অসম্ভব অস্বস্তি বেড়েছে। এই পরিস্থিতিতে কয়েক মাসের মধ্যেই রয়েছে চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর।

গেরুয়া শিবিরের প্রস্তুতি শুরু

সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির। ভোটমুখী এই চারটি রাজ্যে পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি। দলের বাছাই করা নেতৃত্বকে নিয়োগ করা হল এই চারটি রাজ্যের পর্যবেক্ষক হিসাবে। মহারাষ্ট্রে দুই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও অশ্বিনী বৈষ্ণব, হরিয়ানায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব দেব, ঝাড়খণ্ডে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আর জম্মু-কাশ্মীরের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডিকে।

ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি (BJP Strategy)

লোকসভা নির্বাচনে বিজেপি একা ২৪০ টি আসন পেয়েছে। সেখানে বিরোধীদের গোটা ‘ইন্ডিয়া’ জোটের থেকে কম আসন পেয়েছে। তা সত্ত্বেও বিজেপি মনে করছে এই চারটি রাজ্যে ক্ষমতা দখল করতে পারলে জাতীয় রাজনীতিতে আরও বেশি করে কোণঠাসা হয়ে পড়বে বিরোধীরা। তাই সেভাবেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। লোকসভা নির্বাচনে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপির ফল গতবারের থেকে খারাপ হয়েছে। তাই এই দুটি রাজ্যের দিকে বিশেষ নজর রয়েছে গেরুয়া শিবিরের।

মহারাষ্ট্রে বিজেপি কীভাবে এগোবে?

তবে ঝাড়খণ্ডে বিজেপির ফল ভাল হয়েছে। বিজেপি মনে করছে কৃষি আন্দোলনের কারণে হরিয়ানায় তাদের ফল কিছুটা খারাপ হয়েছে। তাই গত দশ বছরে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কী কী প্রকল্প এনেছে, হরিয়ানায় সেগুলি তুলে ধরতে চায় বিজেপি। কিন্তু মহারাষ্ট্রে বিজেপি কীভাবে এগোবে, তার কোনও কূলকিনারা তারা ঠিক করতে পারছে না বলেই খবর।

টেনশনে রয়েছে বিজেপি

শিবসেনার উদ্ধব ঠাকরের অংশ, এনসিপির শরদ পাওয়ারের অংশ এবং কংগ্রেসের যে মহাজোট মহারাষ্ট্রে হয়েছে তার মোকাবিলায় হিমশিম খেয়ে যাচ্ছে বিজেপি। এছাড়া জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করেও যে বিজেপি সেভাবে সুবিধা করতে পারেনি, সেটাও স্পষ্ট। সবমিলিয়ে বিজেপি চার রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে কতটা টেনশনে রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ বিজেপি ভাল করেই জানে এই চার রাজ্যে তাদের ফল খারাপ হলে বিরোধীরা তো বটেই, শরিকরাও তাদের মাথার উপর আরও বেশি করে চড়ে বসবে। তাই এখন থেকেই খুঁটি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে তারা।

আরও পড়ুন-

প্রিমিয়ার ট্রেনের নিরাপত্তা নিয়েই কী বেশি চিন্তিত রেল? 

ফের হুঁশিয়ারি রাজ্যপালের! আদৌ অভিঘাত হবে? 

ভোট মিটতেই রাজ্যে কেন্দ্রীয় দল! প্রতিহিংসা নাকি?

 

Politics: Learn about BJP’s strategy for the upcoming assembly elections in Maharashtra, Jharkhand, Haryana, and Jammu-Kashmir. Find out how the party is preparing to counter opposition and retain power.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *