পাহাড় থেকে নামিয়ে অহলুওয়ালিয়াকে সমতলের টিকিট দিল বিজেপি

কলকাতা: লোকসভা নির্বাচনের রাজ্যের শেষ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ বর্ধমান-দুর্গাপুর আসন থেকে এবার প্রার্থী হচ্ছেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী এস এস অহলুওয়ালিয়া৷ এর আগে বাকি ৪১টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় বিজেপি৷ এর আগে পুরুলিয়ার প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি৷ এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হল৷ গতবার দার্জিলিং কেন্দ্র থেকে জয় পেলেও এবার বর্ধমান-দুর্গাপুরে

9e3ca8b38ca375d3f844324aa88130b7

পাহাড় থেকে নামিয়ে অহলুওয়ালিয়াকে সমতলের টিকিট দিল বিজেপি

কলকাতা: লোকসভা নির্বাচনের রাজ্যের শেষ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ বর্ধমান-দুর্গাপুর আসন থেকে এবার প্রার্থী হচ্ছেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী এস এস অহলুওয়ালিয়া৷ এর আগে বাকি ৪১টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় বিজেপি৷

এর আগে পুরুলিয়ার প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি৷ এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হল৷ গতবার দার্জিলিং কেন্দ্র থেকে জয় পেলেও এবার বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হয়ে অহলুয়ালিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আমি ছাত্রবস্থায় দুর্গাপুরে ছিলাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে কাজও করেছি। এখান থেকে জিতে এই এলাকার বাসিন্দাদের জন্য কাজ করতে চাই৷

লোকসভা নির্বাচনে ভাল ফল করে বাংলা দখল করতে মরিয়া বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায়রা বলছেন, লোকসভা নির্বাচনে ফল ভাল হলে এ বছরের শেষেই বাংলায় নতুন করে বিধানসভা ভোট হবে৷ রাজ্যে নতুন সরকার তৈরি হয়ে যাবে৷

সংবাদ সংস্থা পিটিআইকে দিলীপ বলেন, বাংলার লড়াইটা বিজেপির মতো জাতীয়তাবাদী দলের সঙ্গে তৃণমূলের মতো দেশ বিরোধী শক্তির। তিনি জানান বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লোকসভা নির্বাচনে বিজেপির ফল ভাল হলে তৃণমূলের জয়ী বিধায়করা দলত্যাগ করবেন। আর তাই ২০২১ সালের আগেই বাংলায় সরকার তৈরি হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *