অযোধ্যার পর বদ্রীনাথ, ফের হার বিজেপির! যেন উধাও হিন্দুত্ব লাইন

ফের ধাক্কা খেল বিজেপি ( BJP Election Loss) অযোধ্যার রাম মন্দির যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদে এবার হেরে গিয়েছে বিজেপি। ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে সমাজবাদী…

BJP West Bengal Election 2023 BJP Organizational Growth bjp-election-strategy-organizational-growth-vote-looting-claims BJP Election Loss Hindutva Line Fails

ফের ধাক্কা খেল বিজেপি ( BJP Election Loss)

অযোধ্যার রাম মন্দির যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদে এবার হেরে গিয়েছে বিজেপি। ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী লাল্লু সিংকে। যে রাম মন্দির ইস্যুকে সামনে রেখে দেশজুড়ে প্রচার করেছিল বিজেপি, সেই অযোধ্যা যে কেন্দ্রের অন্তর্গত সেখানেই কিনা হারতে হয়েছে তাদের! আর সেই ক্ষত শুকনোর আগেই ফের ধাক্কা খেল বিজেপি।

হিন্দুদের অন্যতম পুণ্যভূমিতেও হার বিজেপির (Hindutva Line Fails)

হিন্দুদের অন্যতম পুণ্যভূমি বলে পরিচিত বদ্রীনাথ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের কাছে হেরে গেল বিজেপি। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বদ্রীনাথের উপনির্বাচনে বিজেপির পরাজয় নতুন করে গেরুয়া শিবিরের কাছে অশনি সংকেত হিসেবে ধেয়ে এল। গত বিধানসভা নির্বাচনেও বদ্রীনাথে জিতেছিল কংগ্রেস। কিন্তু সেবার ধর্মীয় ইস্যুতে সেভাবে প্রচার করেনি বিজেপি। যা দেখা গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে।

হিন্দু প্রধান কেন্দ্রে বিজেপির হার  (Ayodhya and Badrinath Results)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি বিজেপির সর্বস্তরের নেতৃত্ব লোকসভা নির্বাচনের প্রচারে সর্বশক্তি দিয়ে মেরুকরণের চেষ্টা করেছেন, এমনটাই মনে করে রাজনৈতিক মহল। তাই মা-বোনেদের গলার মঙ্গলসূত্র খুলে সেগুলি বিশেষ একটি সম্প্রদায়ের হাতে তুলে দেবে কংগ্রেস, এই প্রচার পর্যন্ত করতে দেখা গিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। কিন্তু তাতেও বহু হিন্দু প্রধান কেন্দ্রে হারতে হয়েছিল বিজেপিকে।

বিফলে বিজেপির হিন্দুত্ব লাইনের প্রচার (Hindutva Failure)

এই পরিস্থিতিতে শনিবার দেশজুড়ে বিধানসভা উপনির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী লাখপত সিং বুটোলা হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থীকে। অর্থাৎ বিজেপি যখন হিন্দুত্ব ইস্যুতে প্রবলভাবে প্রচার করছে তখন অবধেশ প্রসাদের সঙ্গে সমানভাবে চর্চায় চলে এলেন লাখপত সিং বুটোলাও। কারণ বদ্রীনাথে প্রায় ৯৯ শতাংশ হিন্দু বসবাস করেন। হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র এই বদ্রীনাথ। তাই বিজেপির হিন্দুত্ব লাইনের প্রচার সেখানে যে সামান্যতম প্রভাব ফেলেনি, উপনির্বাচনে ফলাফল সেটা ফের স্পষ্ট করে দিল।

হিন্দুত্ববাদের প্রচারকে সামনে রেখে আর ভোটে বাজিমাত করা যাবে না? (Political Analysis)

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর সেই হাওয়ায় বিরোধীরা ভেসে যাবে বলে বিজেপি নিশ্চিত ছিল। কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। প্রথম দু’দফা নির্বাচনের পর পুরোপুরি ধর্মীয় মেরুকরণকে সামনে রেখে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি দলের সর্বস্তরের নেতৃত্ব, এমনটাই অভিযোগ বিরোধীদের। সেখানে রাম মন্দির যে লোকসভার অন্তর্গত সেখানেই কিনা হেরে গিয়েছে বিজেপি! তবে কী আগামী দিনে হিন্দুত্ববাদের প্রচারকে সামনে রেখে আর ভোটে বাজিমাত করা যাবে না?

বিজেপির ভরাডুবি (BJP Defeat)

ঘটনা হল সাধারণ খেটে খাওয়া মানুষ আগে দৈনন্দিন রুটিরুজির কথা ভাবেন। তারপর তাঁর মনে আসে ধর্মের কথা। তাই শুধু ধর্ম ধর্ম করলে যে পেট ভরবে না, এটা আজ বুঝে গিয়েছেন সাধারণ মানুষের বড় অংশ। সেই অংশের মানুষের একাংশ যাঁরা এতদিন বিজেপিকে ভোট দিয়ে আসছিলেন তাঁরা এবার মুখ ফিরিয়ে নিয়েছেন। আর তাতেই ফৈজাবাদ-সহ উত্তরপ্রদেশের বহু কেন্দ্রে এবার বিজেপির ভরাডুবি হয়েছে।

১৩টি বিধানসভার উপনির্বাচনে বিজেপির শোচনীয় ফল (Election Results)

এই আবহের মধ্যে দেশ জুড়ে হওয়া ১৩টি বিধানসভার উপনির্বাচনে বিজেপির শোচনীয় ফল হল। তার মধ্যে নিঃসন্দেহে বিজেপি বড় ধাক্কা খেল বদ্রীনাথ কেন্দ্রে। তবে কী আগামী দিনে বিজেপি হিন্দুত্ব লাইন ছেড়ে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাকে তুলে ধরে প্রচার করবে? আস্তে আস্তে হিন্দুত্ব লাইন বর্জন করবে বিজেপি? এর উত্তর রয়েছে সময়ের গর্ভেই।

 

আরও পড়ুন-

আম্বানির ছেলের হাই-ফাই বিয়ে, অন্যদিকে এক দম্পতি চাইছেন ছেলের মৃত্যু

এবার ধর্মচর্চায় ঢালাও ‘অনুমতি’ দেবে সিপিএম? সেলিমের বক্তব্যে…

অধীরের সরে যাওয়া নিশ্চিত, নতুন প্রদেশ সভাপতির দৌড়ে কারা?

বাজেটে কল্পতরু হবেন নির্মলা?

Politics: BJP loses elections in Ayodhya and Badrinath, hindutva line fails. Find out how the party’s strategy to polarize voters along religious lines backfired.